নিজের কয়েকটি ছবি পোস্ট করে স্বস্তিকা লেখেন, 'এই হলুদ সোয়েটারটি আমার বাবার। শিলংয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে প্রথমবার বাবাকে এই সোয়েটারটি পরতে দেখেছিলাম।'
photos
TRENDING NOW
3/6
নস্টালজিক
সোয়েটারের সঙ্গে জড়িয়ে থাকা ছোটবেলার উষ্ণতায় নস্টালজিক হয়ে পড়েন নায়িকা।
4/6
স্মৃতি
স্বস্তিকা লেখেন,'গরমের ছুটিতে বেরতে যাওয়ার প্রথা বাকি সবার মতন আমাদেরও ছিল। চেরাপুঞ্জিতে ঘন কুয়াশায় বাবাকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় ছিল এই হলুদ সোয়েটারটা। '
5/6
ছোটবেলা
স্বস্তিকা ফিরে যান ছোটবেলায়। লেখেন, 'তখন আমি ক্লাস ফোরে পড়ি বোধ হয়। ছুটি শেষে ড্রাই ক্লিনার থেকে ফেরে এলে মা নরম কাপড় মুড়ে তুলে রাখত, গরম জামাকাপড় থাকে যেভাবে সব মধ্যবিত্তের বাড়িতে। এর জন্য যত্ন ছিল একটু বেশি কারণ হলুদ রঙ মায়ের সবচেয়ে প্রিয়।
6/6
হলুদ সোয়েটার
এখনও একদম নতুন রয়েছে সেই সোয়েটার। সেই উলে এখনও বাবাকে খুঁজে পান অভিনেতা। তাই তো লিখেছেন ঐ সোয়েটার পরে তিনি যখন ঘুরলেন তখন তাঁর সঙ্গে তাঁর বাবারও একটু ঘোরা হয়ে গেল।