Raj| Srijit| Debaloy| Joydeep: রাজ-সৃজিত-দেবালয়-জয়দীপ, মহা মহরতে একসঙ্গে চার ছবির ঘোষণা...

Announcement of four movies: সোমবার ছিল মহা মহরত্। একই দিনে চারটি ছবির ঘোষণা করল এসভিএফ। সেই তালিকায় রয়েছেন চার পরিচালক- রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য ও জয়দীপ মুখোপাধ্যায়। 

| Mar 04, 2024, 21:13 PM IST
1/10

মহা মহরত্

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার একই সঙ্গে চারটি ছবির ঘোষণা করল প্রযোজনা সংস্থা এসভিএফ।একই সঙ্গে হয়ে গেল চার ছবির মহরত্।   

2/10

মহা মহরত্

রাজ-সৃজিত-দেবালয়-জয়দীপ পরিচালিত চারটি ছবির ঘোষণা করে প্রযোজনা সংস্থা।  

3/10

মহা মহরত্

এসভিএফ-এর সঙ্গে মিলে রাজ চক্রবর্তী উপহার দিয়েছেন বেশ কয়েকটি হিট ছবি। দীর্ঘ ৭ বছর পর ফের ফিরছে এই জুটি।   

4/10

মহা মহরত্

রাজ তৈরি করতে চলেছেন একটি পারিবারিক ছবি। রাজের ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, সোহিনী সেনগুপ্তকে।   

5/10

মহা মহরত্

এই তালিকায় আরেক পরিচালক হলেন সৃজিত মুখোপাধ্যায়।  হলিউড কোর্টরুম ড্রামা ’১২ অ্যাংরি মেন’ অবলম্বনে তৈরি করছেন নয়া ছবি।   

6/10

মহা মহরত্

বাবার খুনের দায় পড়ে তাঁর সন্তানের উপর। সেই মামলার নিষ্পত্তিতে ১২ জন বিচারকের বেঞ্চ। সেই নিয়েই সৃজিতের ছবির গল্প।   

7/10

মহা মহরত্

ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্র,ঋত্বিক চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, ঋদ্ধি সেন, কাঞ্চন মল্লিক, কৌশিক সেন, সুহোত্র মুখোপাধ্যায়, ও সত্যম ভট্টাচার্য।   

8/10

মহা মহরত্

ইন্দুবালার ভাতের হোটেলের পর আবারও জুটি বাঁধছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য ও শুভশ্রী গাঙ্গুলি। তবে এবার পরিচালক দেবালয় বানাচ্ছেন থ্রিলার।   

9/10

মহা মহরত্

তালিকায় শেষ নাম তাঁর, যাঁর অপেক্ষায় থাকে দর্শক। ফিরছেন একেনবাবু। ফের একবার একেনবাবুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে।   

10/10

মহা মহরত্

জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার একেনবাবু পাড়ি দেবে রাশিয়ায়।