Alipore Zoo: বিরল দর্শন চারপেয়ে আলিপুর চিড়িয়াখানায়, বিলুপ্তপ্রায় যে প্রাণী বিশ্বে হাতে গোনা!

Mar 04, 2024, 20:20 PM IST
1/7

আলিপুরে এল তিন নতুন সদস্য়

Alipore zoo has received a pair of male and female tigers and Malayan tapir

আলিপুর চিড়িয়াখানায় এল একজোড়া (পুরুষ ও নারী) বাঘ। তার সঙ্গেই জুড়ল বিরল দর্শন চারপেয়ে।  

2/7

আলিপুরে এল তিন নতুন সদস্য়

Alipore zoo has received a pair of male and female tigers and Malayan tapir

উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ককে বার্কিং ডিয়ার, পাইথন ও ওয়াটার মনিটর লিজার্ড দেওয়ার বিনিময়ে এই প্রাপ্তি।  

3/7

আলিপুরে এল তিন নতুন সদস্য়

Alipore zoo has received a pair of male and female tigers and Malayan tapir

উত্তরবঙ্গ থেকে একেবারে তরুণ বাঘ এসেছে কলকাতায়। বয়স ওই তিন বছরের কাছাকাছি বলেই জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।  

4/7

আলিপুরে এল তিন নতুন সদস্য়

Alipore zoo has received a pair of male and female tigers and Malayan tapir

চিড়িয়াখানায় এসেছে  মালয়ান টাপির। জলপাইগুড়ির ময়নাগুড়িতে থেকে বিরল দর্শন প্রাণীটি উদ্ধার হয়েছিল গত মাসে। জলপাইগুড়ি আদালতের নির্দেশে উন্নত ব্যবস্থাপনা এবং যত্নের জন্য টাপির এসেছে কলকাতায়।

5/7

আলিপুরে এল তিন নতুন সদস্য়

Alipore zoo has received a pair of male and female tigers and Malayan tapir

সেই ১৮৭৭ থেকে আলিপুর চিড়িয়াখানার টাপির রাখার ইতিহাস রয়েছে। টাপিরদের সফল প্রজননের রেকর্ডও রয়েছে এখানে। ১৮৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত, আলিপুর চিড়িয়াখানায় টাপির একটি গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় প্রাণী ছিল।  

6/7

আলিপুরে এল তিন নতুন সদস্য়

Alipore zoo has received a pair of male and female tigers and Malayan tapir

তিনটি বিশেষ ভাবে তৈরি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে করে এসেছে পশুগুলি। পশুচিকিত্সক, জীববিজ্ঞানী, প্রকৌশলী, পশুতত্ত্বাবধায়ক এবং পশুপরিচর্যাকারী বিশেষজ্ঞদের দলই প্রাণীগুলিকে কলকাতায় নিয়ে এসেছে।

7/7

আলিপুরে এল তিন নতুন সদস্য়

Alipore zoo has received a pair of male and female tigers and Malayan tapir

আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে সমস্ত প্রাণী দর্শনার্থীরা দেখতে পারবেন। বিশ্বে টাপির খুবই কম দেখা যায়। বিরল প্রজাতির এই প্রাণীটিকে ব্রাজিল ও মালয়েশিয়া-সহ কিছু নির্বাচিত দেশেই দেখা যায়। তবে ভারতে এই প্রাণী দেখা যায় না বলেই খবর।