পেট্রোল-ডিজেলের চেয়ে সাশ্রয়, ইলেকট্রিক গাড়িতে একবার চার্জেই দৌড়বে ৩০০ কিমি

May 29, 2019, 22:17 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে ভারতে। বাজার ধরতে এদেশে তাদের প্রথম ইলেকট্রিক বাহন আনছে দক্ষিণ কোরিয়ার সংস্থা হুন্ডাই। 

2/5

জুলাইয়ে ভারতীয় বাজারে আসছে হুন্ডাইয়ের ইলেকট্রিকচালিত SUV 'Kona'। 

3/5

অটোমোবাইল শোতে দেখা গিয়েছিল হুন্ডাই 'কোনা'কে। ইলেকট্রিক মোটরের ক্ষমতা ১৩১ বিএটপি। ৩৫৯ নিউটন মিটারের টর্ক জেনারেট করে ইঞ্জিন।

4/5

জানা গিয়েছে, একবার ফুল চার্জ দিলে ৩০০ কিলোমিটার পর্যন্ত চলে গাড়ি। ফলে পেট্রোল-ডিজেলের খরচের চেয়ে সাশ্রয় হবে বলে দাবি হুন্ডাইয়ের।    

5/5

গাড়িতে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় চাকা, ডিজিটাল ড্যাশবোর্ড, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ও অটোমেটিক আপত্কালীন ব্রেক।