রিয়া ও তাঁর বাবার ফোনের সমস্ত তথ্য নিজেদের হেফাজতে নিল ইডি

Aug 09, 2020, 16:38 PM IST
1/6

সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তী ও তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর ফোনের সমস্ত তথ্য নিজেদের আয়ত্তে নিল ইডি। 

2/6

 সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে রিয়ার দুটো ফোন ও তাঁর বাবার ফোন থেকে সমস্ত ব্যকআপ নিয়ে নেওয়া হয়েছে।

3/6

শনিবার রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌমিক চক্রবর্তীকে টানা ১৮ ঘণ্টা ধরে আটকে রেখে জেরা করা হয়। 

4/6

রিয়া ও শৌমিক শনিবার দুপুরে ইডি-র দফতরে গিয়েছিলেন। রবিবার সকাল ৭টা তাঁদের ছাড়া হয়।

5/6

জানা যাচ্ছে, সোমবার ফের রিয়া, রিয়া ভাই শৌমিক ও বাবা ইন্দ্রজিত চক্রবর্তীকে ফের জেরার জন্য ইডির দফতরে ডাকা হয়েছে।

6/6

গত শুক্রবারও রিয়া, তাঁর ভাই ও বাবাকে জেরা করেছিল ইডি। তখন রিয়া ইডির সঙ্গে সহযোগিতা না করে, বারবার তাঁর কিছুই মনে নেই বলে মন্তব্য করছিলেন বলে সূত্রের খবর।