মহালয়ার দুপুরেই সুরুচি সঙ্ঘের প্রতিমা ও মণ্ডপ দেখুন ছবিতে

| Sep 28, 2019, 13:43 PM IST
1/5

মহালয়ার দিন দুপুরেই নিজেদের থিম সং এবং ভিডিয়ো প্রকাশ্যে আনবে দক্ষিণ কলকাতার অন্যতম উল্লেখযোগ্য পুজো সুরুচি সঙ্ঘ।

2/5

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। এদিন পুজোর শুভ সূচনা করতে উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, সৃজিৎ মুখোপাধ্যায়, অনিবার্ণ ভট্টাচার্য

3/5

মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠের হাত ধরেই পুজোর ঢাক বেজে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। 

4/5

একই সঙ্গে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘও। পুরনো বাড়ির আদলে তৈরি হয়েছে সুরুচির প্যান্ডেল। সেখানে মিলবে পুরনো কলকাতার সাবেকিয়ার ছোঁয়া।

5/5

পাশাপাশি পুরনো দিনের পাখা, খিড়কি, প্যাচানো সিড়ি সবেরই দেখা মিলবে এই পুজোয়। প্যান্ডেলে পৌঁছর আগেই দেখে নিন ছবি