''মারা যাইনি আমি, বহাল তবিয়তে বেঁচে আছি,'' দুর্ঘটনার গুজব ওড়ালেন সুরেশ রায়না

| Feb 14, 2019, 14:48 PM IST
1/5

মিথ্যে খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন রায়না

মিথ্যে খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন রায়না

সামাজিক যোগাযোগ মাধ্যমের কালো দিক ধরা পড়ল আবার। ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল সাইটগুলির অপব্যবহার কোন পর্যায়ে যেতে পারে হাড়ে হাড়ে টের পেয়ে গেলেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।

2/5

মিথ্যে খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন রায়না

মিথ্যে খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন রায়না

কিছুদিন ধরেই একটা খবর ঘুরছিল সোশ্য়াল সাইটগুলোতে। পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন রায়না। এবার সেই মিথ্যা খবরের বিরুদ্ধে সরব হলেন রায়না। 

3/5

মিথ্যে খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন রায়না

মিথ্যে খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন রায়না

টুইটারে জানালেন, ''আমি জীবিত রয়েছি। গত কয়েকদিন ধরে একটা মিথ্যা খবর রটছে। আমি কোনও দুর্ঘটনায় আহত হইনি। এই ধরণের খবর আমার পরিবার ও বন্ধুবান্ধবদের বিভ্রান্ত ও চিন্তিত করেছে। যে ইউ টিউব চ্যানেল থেকে এই সমস্ত মিথ্যে খবর ছড়ানো হয়েছে সেটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।''

4/5

মিথ্যে খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন রায়না

মিথ্যে খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন রায়না

শুধু মিথ্যে খবর নয়, একটি নকল ভিডিও ঘুরছিল সোশ্যাল সাইটে। সেখানে দেখা যাচ্ছে, রায়নার মৃতদেহ কাঁধে বহন করছেন সচিন তেণ্ডুলকর। পুরোটাই যে এডিটিং-এর কারসাজি তা আর বলার অপেক্ষা রাখে না।

5/5

মিথ্যে খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন রায়না

মিথ্যে খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন রায়না

গোটা ঘটনায় প্রচণ্ড বিরক্ত রায়না। সাধারণ মানুষকে চোখ-কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।