তড়িঘড়ি দেশে ফিরেছেন তিনি। চেন্নাই শিবির থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আরবে এবার আইপিএলে খেলবেন না সুরেশ রায়না। দলের প্রথম সারির অলরাউন্ডার না থাকায় সমস্যা হবে। তার উপর শিবিরে ১৩ জন করোনা পজিটিভ। তবুও রায়নার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে চেন্নাই শিবির।
2/5
পাঠানকোটে রায়না পিসেমশাই অশোক কুমার ডাকাতদের হাতে খুন হয়েছেন। রায়না পিসি ও পিসতুতো ভাইয়েরা গুরুতর আহত। মনে করা হচ্ছিল, পরিবারের দুঃসময়ে পাশে থাকতেই তিনি তাড়াহুড়োয় দেশে ফিরেছেন। তবে শিবিরে ১৩ জন করোনা পজিটিভ হওয়ায় তিনি ফিরে আসছেন বলেও মনে করছিলেন অনেকে।
photos
TRENDING NOW
3/5
রায়না নিজেই এবার জানালেন আসল কারণ। তিনি বলেছেন, ''সন্তানদের থেকে বেশি কিছুই গুরুত্বপূর্ণ নয়।'' তাঁর এই কথা থেকেই স্পষ্ট যে তিনি চেন্নাই শিবিরে করোনার সংক্রমণ বাড়ায় দুশ্চিন্তায় ভুগছিলেন।
4/5
ক্রিকেটার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড় সহ মোট ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চেন্নাই শিবিরে এখন প্রবল উত্কন্ঠা। এরই মাঝে রায়নার দেশে ফেরা ম্যানেজমেন্টকে চাপে ফেলেছে।
5/5
রায়না আর আইপিএলে ফিরবেন না বলে ঠিক করেছেন। কারণ তিনি সাত-দশদিন দেশে কাটিয়ে ফের দুবাই গেলেও সমস্যা থাকবে। তাঁকে আবার বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেক্ষেত্রে তিনি অনেক ম্যাচে এমনিতেই খেলতে পারবেন না।