সামান্য এই নথিগুলোই এখন আধারের প্রমাণপত্র

Feb 06, 2018, 15:53 PM IST
1/12

Aadhaar-1

Aadhaar-1

আধার বানাতে গেলে যথাপোযুক্ত প্রমাণপত্র কী হবে, সে বিষয়ে যথেষ্ট আঁধারে আম জনতা। প্রমাণপত্র কী কী হওয়া উচিত স্পষ্ট করল ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া। এক নজরে দেখে নেওয়া যাক -

2/12

Aadhaar-2

Aadhaar-2

নাম এবং ফোটো-র জন্য- পাসপোর্ট, প্যান, রেশন কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, সরকারি ফোটো আইডি কার্ড

3/12

Aadhaar-3

Aadhaar-3

নাম এবং ফোটো-র জন্য- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেনাবাহিনীর লাইসেন্স, স্বচিত্র এটিএম কার্ড, স্বচিত্র ক্রেডিট কার্ড, পেনশন ফোটো আইডি, স্বাধীনতা সংগ্রামী ফোটো আইডি, কিষান ফোটো পাসবুক

4/12

Aadhaar-4

Aadhaar-4

নাম এবং ফোটো-র জন্য- সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্থ স্কিম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারির হেল্থ স্কিমের কার্ড প্রোযোজ্য হবে।

5/12

Aadhaar-5

Aadhaar-5

গেজেটেড অফিসারের স্বাক্ষরযুক্ত প্রমাণপত্র গ্রহণযোগ্য হবে।

6/12

Aadhaar-6

Aadhaar-6

ঠিকানা-সহ অবিভাবকের প্রমাণপত্র- কেন্দ্র এবং রাজ্যে হেল্থ কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন কার্ড, আর্মি ক্যান্টিন কার্ড, যে কোনও সরকারি স্বীকৃতিপ্রাপ্ত জন্মের প্রমাণপত্র

7/12

Aadhaar-7

Aadhaar-7

জন্মের প্রমাণপত্রে কোন্ ডকুমেন্টস লাগবে? বার্থ সার্টিফিকেট, স্কুলের ছাড়পত্র, পাসপোর্ট, গেজেটেড অফিসারের স্বাক্ষরযুক্ত প্রমাণপত্র, প্যান কার্ড, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিড কার্ড, কেন্দ্র বা রাজ্যের পেনশন পেমেন্ট অর্ডার, সরকারি ফোটো আইডি কার্ড

8/12

Aadhaar-8

Aadhaar-8

নাম এবং ঠিকানার প্রমাণপত্র কোনগুলি হবে? পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবই, পোস্টঅফিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স।

9/12

Aadhaar-9

Aadhaar-9

নাম এবং ঠিকানার প্রমাণপত্র কোনগুলি হবে? সরকারি ফোটো আইডি, বিদ্যুতের বিল (অনাধিক ৩ মাসের পুরনো), জলের বিল (অনাধিক ৩ মাসের পুরনো), ল্যান্ডলাইন টেলিফোন বিল (অনাধিক ৩ মাসের পুরনো)।

10/12

Aadhaar-10

Aadhaar-10

নাম এবং ঠিকানার প্রমাণপত্র কোনগুলি হবে? জমির কর জমা দেওয়ার প্রমাণপত্র, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট (অনাধিক ৩ মাস পুরনো নয়), জীবনবীমা পলিসি, ব্যাঙ্ক এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনও চিঠির প্রমাণপত্র, পেনশন কার্ড, কিষান কার্ড

11/12

Aadhaar-11

Aadhaar-11

নাম এবং ঠিকানার প্রমাণপত্র কোনগুলি হবে? সাংসদ, বিধায়ক কিংবা গেজেটেড অফিসারের স্বাক্ষরযুক্ত প্রমাণপত্র, আয়করের নথি, গাড়ির রেজিস্ট্রেশন, ভাড়াবাড়ি বা লিজ নেওয়া চুক্তিপত্র। এছাড়াও আরও বিভিন্ন নথি প্রমাণপত্র হিসাবে দেখাতে পারেন।

12/12

Aadhaar-12

Aadhaar-12

আরও সবিস্তারে জানতে এইআইডিএআই-র ওয়েবসাইটে ক্লিক করুন।