Sunny Leone: বাড়িতে ৩ ছেলেমেয়ে নিয়ে গণেশ পুজো, বন্দনায় সানি

Sep 13, 2021, 18:53 PM IST
1/6

নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে গণেশ পুজো উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ে গণেশ পুজোর আরাধনা নিয়ে আলাদা করে বর্ণনার নেই। মুম্বইয়ের বাকি সেলিব্রিটিদের মতোনই বাদ নেই Sunny Leone ও, নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে গণেশ পুজো উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

2/6

Sunny Leone কে স্নিগ্ধ দেখাচ্ছে

সানি লিওনি নেট দুনিয়াই সবসময় ডিমান্ডে থাকেন। Sunny Leone কে স্নিগ্ধ দেখাচ্ছে তাঁর পরনের বেগুনি স্যুটে, সঙ্গে সুন্দরও দেখাচ্ছে।

3/6

তাঁর স্বামী Daniel Weber এর সঙ্গে উদযাপন করেন

সানি লিওনি Ganesh Chaturthi তাঁর স্বামী Daniel Weber এর সঙ্গে উদযাপন করেন।   

4/6

বেগুনি আনারকলিতে দেখা গিয়েছে

Sunny Leoneকে তাঁর পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী  উদযাপনে বেগুনি আনারকলিতে দেখা গিয়েছে। ছবিতে তাঁর ছেলেমেয়েদেরকে হাত জোড় করে গণেশ পুজো করতে দেখা গিয়েছে।   

5/6

গণেশ পুজোর ফটো সিরিজে Sunny Leone কে ক্লাসি দেখাচ্ছে

সাম্প্রতিক গণেশ পুজোর ফটো সিরিজে Sunny Leone কে  ক্লাসি দেখাচ্ছে।

6/6

শিশুদের নিয়ে কাটান আনন্দের মুহূর্ত শেয়ার করেছেন

Sunny Leone তাঁর শিশুদের নিয়ে কাটানো আনন্দের মুহূর্ত শেয়ার করেছেন।