অনলাইনে সানগ্লাসে ছাড়? খুব সাবধান হতে পারে মারাত্মক বিপদ!

| Feb 28, 2020, 14:44 PM IST
1/5

sun-glass

sun-glass

ট্রেন্ডি হতে গিয়ে ঝোঁকের বশে কিনে ফেলছেন একাধিক সানগ্লাস!  ইউ ভি রশ্মি থেকে চোখের কর্নিয়া ও রেটিনাকে বাঁচাতেও সানগ্লাসের ভূমিকা অপরিসীম। কিন্তু জানেন কি সাময়িক আরাম বা ফ্যাশন করতে গিয়ে সস্তার সানগ্লাস ব্যবহার করে নিজের অজান্তেই চোখের ক্ষতি করে ফেলছেন ।

2/5

sun-glass

sun-glass

সস্তার সানগ্লাসে ব্যবহার করা হয় ক্ষতিকারক প্লাস্টিক। আর এই ধরণের সানগ্লাস  ইউ ভি রশ্মি থেকে রক্ষা করা তো দূর  উলটে তা  চোখের জন্য মারাত্মক ক্ষতিকারক।

3/5

sun-glass

sun-glass

চিকিত্‍সকদের মতে কম দামি বা সস্তার সানগ্লাস অতিরিক্ত ব্যবহারের ফলে অকালেই চোখে ছানি পড়ে যেতে পারে। অস্বাভাবিকভাবে শুকিয়ে যেতে পারে চোখের কর্নিয়াও। 

4/5

sun-glass

sun-glass

অনেক ক্ষেত্রেই দেখা গেছে সস্তার সানগ্লাস ব্যবহারে চোখের পাওয়ার বেড়ে যাওয়ার মত সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেকেই। যার ফলস্বরূপ হয় আবার ঘনঘন মাথা ব্যাথা।

5/5

sun-glass

sun-glass

 এছাড়া, সস্তার রঙিন চশমা অতিরিক্ত ব্যবহারের ফলে 'রিফ্রাক্টিভ এরর' বা চোখের প্রতিসারক ত্রুটি  বহুগুণ বেড়ে যায়,ঝাপসা হয়ে যেতে পারে দৃষ্টি শক্তিও।এছাড়াও আইলিড ক্যান্সারের লক্ষণও অনেক সময় দেখা যায়,সস্তার সানগ্লাস বেশি ব্যবহার করলে।