চোরা শিকারিদের দাপটে লোকালয়ে হরিণ, প্রশ্নের মুখে বন্যপ্রাণী নিরাপত্তা

Apr 16, 2019, 17:15 PM IST
1/5

মাত্র কয়েকদিন আগে সুন্দরবনে চোরা শিকারিদের পাতা ফাঁদে মৃত্যু হয়েছে বাঘের। বাঘের মৃত্যুর রেস কাটতে না কাটতেই আবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের নলগড়া এলাকায়।  

2/5

জঙ্গল ছেড়ে লোকালয়ে  ঢুকে পড়ে দুটি হরিণ। এর জেরে রিতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।  

3/5

জানা যায়, এদিন  রাতে কুকুরদের চিৎকারে নলগড়া এলাকার বাসিন্দারা বাঘের আশঙ্কায় বাইরে আসে। তখনই তাঁরা দেখতে পান স্থানীয় বাসিন্দা নান্টু পালের বাড়ির গোয়ালে শুয়ে রয়েছে ২টি হরিণের।

4/5

এরপর বনদফতরকে খবর দিলে, হরিণ দুটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।  

5/5

প্রশ্ন উঠছে চোরা শিকারিদের দাপটে বার বার জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ ও হরিণ। সুন্দরবনের সৌন্দর্য এই হরিণ বারংবার জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ায় বনের  নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।