ভেঙে পড়ল বাড়ির অংশ! ফের আতঙ্ক ফিরল বৌবাজারে...

Durga Pituri Lane Bowbazar: খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন KMRCL-এর আধিকারিকরা। ভাইব্রেশন মেজারিং মেশিন দিয়ে দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়ির নীচে কম্পন মেপে দেখানও তাঁরা। বলেন, মেট্রোর কাজ বা কম্পনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলেই জানান তাঁরা।

| Jul 01, 2023, 14:12 PM IST

অয়ন ঘোষাল: আতঙ্ক ফিরল বৌবাজারে! কীসের আতঙ্ক? বাড়ি ভেঙে পড়ার। ২০১৯, ২০২১, ২০২২-এর পর ফের ২০২৩ এও সেই আতঙ্ক বৌবাজারে। ফের খবরে বৌবাজারের সেই দুর্গা পিতুরি লেন। এবার ৬ সি নম্বর বাড়ি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এ বাড়ির কার্নিশ ও সানশেডের প্রায় পুরোটাই। ঠিক কী হয়েছিল?

1/6

KMRCL

অয়ন ঘোষাল: খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন KMRCL-এর আধিকারিকরা।

2/6

ভারী বৃষ্টিই কারণ

অয়ন ঘোষাল: KMRCL-এর আধিকারিকদের দাবি, শহরে ভারী বৃষ্টি হয়েছে সোম-মঙ্গলবার। তাই চুন-সুরকির প্রলেপ দিয়ে তৈরি পুরনো দিনের মাটির টাইলস এর সানশেডের গোড়া আলগা হয়ে গিয়েছিল। সেটাই খসে পড়েছে। 

3/6

মেট্রোর সঙ্গে কোনও সম্পর্ক নেই

অয়ন ঘোষাল: মেট্রোর কাজ বা কম্পনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলেই জানান তাঁরা। 

4/6

দুর্গা পিতুরি লেন

অয়ন ঘোষাল: ভাইব্রেশন মেজারিং মেশিন দিয়ে দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়ির নীচে কম্পন মেপে দেখানও তাঁরা। 

5/6

কম্পন মেপে

অয়ন ঘোষাল: কম্পনের সহ্যমাত্রা ৩ রিখটার। সেখানে এই মুহূর্তে কম্পনমাত্রা ০.৮৭। কারণ, টানেল বোরিং মেশিন আগেই সরে গিয়েছে। আর টানেলের শূন্যস্থান কংক্রিট দিয়ে ভরাট করার কাজও প্রায় শেষ। 

6/6

সতর্কতামূলক ব্যবস্থা নেই

অয়ন ঘোষাল: স্থানীয় পুরপিতা বিশ্বরূপ দে, যাঁর কার্যালয় ৬সি বাড়ির ঠিক পাশেই, দাবি করেছেন, যেকোনো ঘটনা ঘটার পরেই KMRCL ব্যবস্থা নেয়। সেই ২০১৯ সাল থেকেই ঘটনা আটকাতে তাদের তরফে কোনও সতর্কতামূলক ব্যবস্থা চোখে পড়ে না!