Pension Credit: পেনশন নিয়ে হয়রানির দিন শেষ, বাড়িতে বসেই জমা দিন Life Certificate
জেনে নিন গোটা পদ্ধতি
এতদিন পেনশনের টাকা পেতে সরাসরি অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হত সংশ্লিষ্ট ব্যক্তিকে। তবে এবার সেই হয়রানির অনেকটাই সুরাহা হল। নয়া পদ্ধতি ঘোষণা কেন্দ্রের।
1/6
নিজস্ব প্রতিবেদন: সরকারি অবসরপ্রাপ্ত (Retired) কর্মচারীদের পেনশন (Pension) পেতে গিয়ে হয়রানির দিন শেষ। এবার থেকে বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট (Life Certificate) ডাউনলোড করে জমা দিতে পারবেন পেনশনভোগীরা। বেশকিছু সরকারি সংস্থা এ বিষয়ে ইতিমধ্যেই ডিজিটাল লাইফ সার্টিফিকেটের (Digital Life Certificate) সুবিধা নিয়ে হাজির হয়েছে। যার ফলে আধার সংযুক্তিকরণের মাধ্যমে বায়োমেট্রিক উপায়েই হবে কাজ। সশরীরে যেতে হবে না সরকারি অফিসে।
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
4) Download For Windows OS অপশনে ক্লিক করলে ইমেল আইডিতে লিঙ্ক যাবে। একইভাবে মোবাইল অ্যাপের ক্ষেত্রে 'Mobile App download' অপশনে ক্লিক করতে হবে। 5) একবারই লিঙ্কে ক্লিক করা যাবে। তারপর জিপ ফাইল ডাউনলোড হলে তাকে আনজিপ করে উপযুক্ত তথ্য দিলেই ডাউনলোড হয়ে যাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। মোবাইলের ক্ষেত্রে সরাসরি অ্যাপ ডাউনলোড হবে।
6/6
photos