বিশ্ব পরিবেশ দিবস: ছোট্ট Yuvaan-কে প্রকৃতির পাঠ দিলেন Subhashree

Jun 05, 2021, 17:45 PM IST
1/6

করোনার মতো মহামারী অনেক মানুষকেই বুঝিয়ে দিয়েছে প্রকৃতির মর্ম। অনেক মানুষকেই প্রকৃতি নিয়ে কিছুটা হলেও সচেতন হতে দেখা যাচ্ছে। বাদ গেলেন না অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

2/6

৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ছোট্ট যুবানকে নিয়ে গাছ লাগাতে উদ্যোগী হলেন শুভশ্রী। ৮ মাসের শিশুকে  পরিবেশ নিয়ে শিক্ষা দিলেন অভিনেত্রী।  

3/6

ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করে শুভশ্রী ক্যাপশানে লিখেছেন, ''আজ বিশ্ব পরিবেশ দিবসে আমাদের মা প্রকৃতিকে বাঁচানোর শপথ গ্রহণ করি'' ।

4/6

এদিন মেকআপ ছাড়া ছিমছাম ঢিলেঢালা ঘরোয়া পোশাকেই দেখা গেল রাজ ঘরণীকে। ছোট্ট যুবানের পরনে ছিল হাফ টি-শার্ট, প্যান্ট আর টুপি সঙ্গে মাথায় আকাশি রঙের টুপি।

5/6

ছোট্ট যুবানকেও দেখা গেল মন দিয়ে মায়ের গাছ লাগানো দেখতে। কখনও আবার মাটি নিয়ে ঘাঁটতে ব্যস্থ হয়ে পড়ল সে। 

6/6

কখনও আবার মায়ের সঙ্গে হাত ধরে গাছে জল দিল ছোট্ট যুবান। বেশ বোঝা গেল মায়ের দেওয়া প্রকৃতির পাঠ তার কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।