ইয়ে হ্যায় বোম্বাই মেরি জান...

Sep 23, 2018, 19:17 PM IST
1/6

পাশাপাশি গরিব-ধনী:

Mumbai_1

বাণিজ্যনগরী- নামটা শুনলেই ব্যস্ত, ঘিঞ্জি এলকা, বস্তি এসব কথাই ভেসে ওঠে। ধনী-গরিব প্রতিদিন লড়াই চলছে এই শহরে। কিন্তু কখনও পাখির চোখ দিয়ে দেখেছেন কীভাবে এই শহরে গরিব-ধনী পাশাপাশি বসবাস করে?

2/6

পাশাপাশি গরিব-ধনী:

Mumbai_2

মার্কিন ফোটোগ্রাফার জনি মিলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মুম্বইয়ে এভাবেই ধনী-গরিব বসবাস করছে পাশাপাশি।

3/6

পাশাপাশি গরিব-ধনী:

Mumbai_3

‘আনইকুয়াল সিনস’ নামে একটি প্রোজেক্টে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমাজে অর্থনৈতিক শ্রেণিবিভাগ তুলে ধরেন চিত্রশিল্পী জনি মিলার। 

4/6

পাশাপাশি গরিব-ধনী:

Mumbai_4

অন্যান্য শহরের মতো মুম্বইতে ধনীদের অট্টলিকা ঘিরে বিছিয়ে রয়েছে গা ঘেঁষাঘেঁষি করে গরিবের বাড়ি। উপর থেকে বর্ণ বৈচিত্রে দেখতে সুন্দর লাগলেও শহরের হাল হকিত স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে এই ছবিগুলি।

5/6

পাশাপাশি গরিব-ধনী:

Mumbai_5

কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকোতেও এমনই ছবি তুলে জনপ্রিয় হয়েছেন এই শিল্পী।

6/6

পাশাপাশি গরিব-ধনী:

Mumbai_6

মুম্বইয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বান্দ্রা কুরলা কমপ্লেক্স, ধারাবি বস্তি, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এইসব এলাকার ছবি তুলেছেন মিলার।