দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, জারি হল সতর্কতা

Aug 20, 2020, 13:33 PM IST
1/4

নিজস্ব চিত্র

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। সতর্কজারি হল দিঘা সহ জেলার উপকূল ভাগে। দিঘায় ব্যাপক জলোচ্ছ্বাস। সেই জলোচ্ছ্বাসে দিঘার রাস্তা এবং বাজার প্লাবিত হয়েছে।

2/4

নিজস্ব চিত্র

সমুদ্রের ঢেউ দিঘার রাস্তার ওপর বইছে। সমুদ্রের জলস্তর পাড়ে চলে এসেছে। চরম সতর্কতা জারি করা হয়েছে। মাইকিং করে রাত থেকে সতর্ক করা হচ্ছে দিঘার পর্যটকদের।

3/4

নিজস্ব চিত্র

মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাজপুর,  জলধা,  মন্দারমনি,  জামড়া, শ্যামপুরের দুর্বল বাঁধের দিকে নজরদারি চালাচ্ছে প্রসাশন। সেইসঙ্গে চলছে টহলদারি।

4/4

নিজস্ব চিত্র

 আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন গভীর নিন্মচাপ গ্রাস করবে দক্ষিণবঙ্গকে। তাই বজ্রবিদ্যুত সহ ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর জেলাকে ঘিরে বাড়তি সর্তকতা নিয়েছে প্রশাসন।