কাল থেকে ছয় দিন বন্ধ ব্যাঙ্ক, অসুবিধা এড়াতে কী করবেন জেনে নিন

| Dec 20, 2018, 12:52 PM IST
1/6

ছয দিন ব্যাঙ্ক বন্ধ

1

ব্যাঙ্কের কোনও কাজ ফেলে রেখেছেন ২০ ডিসেম্বরের পর করবেন বলে? তা হলে মহাসমস্যায় পড়তে পারেন আপনি। কারণ ২১ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশের প্রায় সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

2/6

ছয দিন ব্যাঙ্ক বন্ধ

2

২১ ও ২৬ ডিসেম্বর দেশব্যপী বন্ধ ডেকেছে ব্যাঙ্ক ইউনিয়ন। ২২ ডিসেম্বর মাসের চতুর্থ শনিবার। ফলে ২২ ও ২৩ ডিসেম্বর রবিবারও ব্যাঙ্ক বন্ধ। তার পর রয়েছে ২৫শে ডিসেম্বর। 

3/6

ছয দিন ব্যাঙ্ক বন্ধ

3

এটিএম খোলা থাকবে। ফলে অল্প-বিস্তর টাকা এটিএম মারফত তুলতে পারবেন বটে। কিন্তু সমস্যা হবে চেক ক্লিয়ারিং-এর ক্ষেত্রে। ব্যাঙ্কে কোনওরকম কাজ থাকলে তা আপনাকে আজই সেরে রাখতে হবে। না হলে অপেক্ষা করতে হবে টানা ছয় দিন। 

4/6

ছয দিন ব্যাঙ্ক বন্ধ

4

২৪ ডিসেম্বর সোমবার অবশ্য ব্যাঙ্ক খোলা থাকবে। তবে সব শাখায় হয়তো কাজ সেরকম দ্রুত গতিততে হবে না। তবুও কোনও জরুরি কাজ থাকলে সেই দিন একবার নিকটবর্তী শাখায় গিয়ে খোঁজ করতে পারেন। 

5/6

ছয দিন ব্যাঙ্ক বন্ধ

5

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন-এর তরফে ২৬ ডিসেম্বর হরতালের ডাক দেওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। 

6/6

ছয দিন ব্যাঙ্ক বন্ধ

6

২১ ডিসেম্বর বন্ধ ডেকেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডেরেশন।