Jagannath Puri Rath Yatra 2024: পুরীর জগন্নাথমন্দির যেন এক অলৌকিকক্ষেত্র! আশ্চর্য সব ঘটনা, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না...
Misteries of Puri Jagannath Temple: বিশ্বাস, এই কলিযুগে পুরীতেই অবস্থান করেন শ্রীকৃষ্ণ। অগ্রজ বলরাম ও সহদোরা সুভদ্রার সঙ্গে এখানে পূজিত হন জগন্নাথরূপী নারায়ণ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি রথযাত্রায় প্রভু জগন্নাথের নাম জপ করে গুন্ডিচা নগরে যান, তিনি এই পুনর্জন্মচক্র থেকে মুক্তি পান। যে ব্যক্তি তাঁর নাম উচ্চারণ করে রথযাত্রায় অংশগ্রহণ করেন, তাঁর সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। আর তার জন্য শ্রেষ্ঠ স্থান হল পুরী। আজ ৭ জুলাই, ২২ আষাঢ়, রবিবার সেখানে রথযাত্রা। দ্বিতীয়া শুরু হয়েছে গত রাতে, ৬ জুলাই রাত ৪/২/৩৫ -এ। শেষ হবে আজ ৭ জুলাই রাত ৪/৩১/৪০ মিনিটে! উল্টোরথ বা পুনর্যাত্রা আছে আগামী ১৬ জুলাই, ১ শ্রাবণ, মঙ্গলবার। আসুন জেনে নিই, এই মন্দিরের সঙ্গে জড়িত অত্যাশ্চর্য সব ঘটনা।
1/6
আশ্চর্য পতাকা
2/6
ছায়া-হীন
photos
TRENDING NOW
3/6
নিম-কলেবর
জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিগুলি কাঠের তৈরি। প্রতি ৮, ১২ বা ১৯ বছর পর-পর এই মূর্তি পালটে ফেলা হয়। একে বলে নবকলেবর। শুভ লক্ষণ দেখে কোনও পূর্ণবয়স্ক নিম গাছ বেছে নিয়ে সেটিকে মূর্তি নির্মাণের জন্য চিহ্নিত করা হয়। এবং তা থেকে কাঠ কেটে মূর্তি তৈরি করা হয়। গোপনীয়তা রক্ষা করে ২১ দিনের মধ্যে সম্পূর্ণ করে ফেলতে হয়।
4/6
রন্ধন-রহস্য
5/6
উড়ানে না
6/6
চারধামের অন্যতম
photos