যাঁদের ডিজিটাল রেশন কার্ড নেই, তাঁদের সুবিধার্থে বড় ঘোষণা রাজ্য সরকারের

May 12, 2020, 23:28 PM IST
1/4

সুতপা সেন : যাদের পুরনো কাগজের রেশন কার্ড আছে, কিন্তু ডিজিটাল রেশন কার্ড নেই, তাঁদেরকে বিশেষ কুপন দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।    

2/4

ডিএম, বিডিও, এসডিও বা পুরসভায় রেশন তোলার জন্য এই বিশেষ কুপনের আবেদন করতে পারবেন তাঁরা। লকডাউনের সময় অনেকেই আর্থিক সমস্যায় রয়েছেন। সেকথা বিবেচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এঁদের জন্য বিশেষ কুপন দেওয়া হবে। সেই কুপন দিয়ে এঁরা রেশন তুলতে পারবেন।  

3/4

তবে এঁদের পুরনো কাগজের রেশন কার্ডের উপর ডিজিটাল কার্ড ইস্যুড কথাটা লেখা থাকলে এঁরা অবশ্য রেশন পাবেন না। অন্যথা বিশেষ কুপন দিয়ে ৬ মাসের জন্য প্রতি মাসে ৫ কেজি করে চাল প্রত্যেককে দেওয়া হবে। মে মাস থেকেই চাল পাবেন এঁরা।

4/4

এই বিশেষ কুপনের জন্য বিডিও অফিস অথবা পুরসভায় গিয়ে নির্দিষ্ট ফর্মে অ্যাপ্লিকেশন ভরে জমা দিতে হবে। সঙ্গে পুরনো রেশন কার্ড, ভোটার আইকার্ড, আধার কার্ডের নম্বর দিতে হবে। ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কেউ এই আবেদনপত্র জমা দিতে পারবে না।