SSC CGL Recruitment 2020-21: ৭ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিশদে

Jul 15, 2021, 19:03 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ভারত সরকারের বিভিন্ন শূন্যপদে নিয়োগের (SSC CGL Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার (SSC CGL Exam) মাধ্যমে গ্রুপ বি ও গ্রুপ সি এর ৭০৩৫ পদে  এই নিয়োগ হবে। কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক ও সরকারের অন্যান্য দফতরে এই নিয়োগ করা হবে প্রার্থীদের।

2/5

চারটি ধাপে এসএসসি-সিজিএল পরীক্ষা (SSC CGL Exam 2021) হয়। টায়ার-১ পরীক্ষায় সফল পরীক্ষার্থীরা টায়ার-২ এর পরীক্ষায় বসতে পারবেন। এই পরীক্ষায় চারটে পেপার থাকবে। যার মধ্যে পেপার ১ ও পেপার ২ পাশ করা বাধ্যতামূলক।

3/5

এসএসসি-সিজিএল টায়ার-২ পরীক্ষা অনলাইন মোডে হয়। এরপর টায়ার-৩ পরীক্ষা হাতে লিখে হবে। টায়ার-৪ এ বিভিন্ন দক্ষতা বিচারসহ ডকুমেন্ট ভ্যারিফিকেশন হবে। 

4/5

গ্রুপ বি ক্যাটেগরিতে (Group B Category) অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্য়ান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনস্পেক্টর, এনফোর্সমেন্ট অফিসার, সিবিআই সাব ইনস্পেক্টর ইত্যাদি পদে আবেদনে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। বেতন ৩৫ হাজার টাকা থেকে টাকা থেকে ১ লক্ষ ৫১ হাজার ১০০ টাকা পর্যন্ত। 

5/5

গ্রুপ সিতে (Group C Category) আবেদনে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। বেতন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৯২ হাজার টাকা পর্যন্ত। বিস্তারিত জানতে হলে ssc.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।