1/7
2/7
মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান তাঁরা। আন্দোলনকারীদের হাতের পোস্টার-ব্যানার তেমনটাই বলছে। পাশাপাশি অনশনকারীদের দাবি, প্রশাসনিক মহল থেকে যা উত্তর এসেছে তাতে সন্তুষ্ট নন তাঁরা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেও কোনও সুরানি পাননি বলেই অভিযোগ তাঁদের। রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা ছিল গতকাল।
photos
TRENDING NOW
3/7
ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বীরভূমের রুমকি প্রামানিক, গর্ভের সন্তান হারিয়েছেন আরেক যুবতি। অসুস্থ ১০০ জনকে জোর করে বাড়ি ফেরত পাঠিয়েছেন সঙ্গীরা, তাঁদের মধ্য়ে ছিলেন বেশ কয়েকজন সন্তানসম্ভবাও। হাসপাতালে ভর্তি করতে হয়েছে প্রায় ৫৫ জনকে। সবমিলিয়ে প্রতিদিন অবস্থার অবনতি হলেও কোনও সমাধান সূত্র মেলেনি বলেই জানাচ্ছেন তানিয়া, ইনসানরা।
4/7
5/7
আন্দোলনকারীদের জানাচ্ছেন, বিভিন্ন জেলার স্কুলে হাজার হাজার পদ খালি। তা সত্ত্বেও নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বহু প্রার্থীর নাম ওয়েটিং লিস্টে তুলে দেওয়া হয়েছে। এসএসসি কার্যত নিরব। শূন্যপদের বিষয়টি আপডেট করা হচ্ছে না। ফলে প্রার্থীরা চাকরি পাচ্ছেন না। অবিলম্বে তাঁদের নিয়োগের দাবিতে মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে আমারণ অনশনে বসেছেন প্রায় সাড়ে তিনশ যুবক-যুবতী।
6/7
7/7
কখনও আকাশ ভাঙা বৃষ্টি, কখনও আবার চাঁদিফাটা রোদ। খামখেয়ালি আবহাওয়াকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই শহরের রাজপথে দিন কাটাচ্ছে প্রায় ২০০ জন যুবক-যুবতী। চাকরি না মিললে আমরণ অনশন চলবে ওই মেয়ো রোডেই। একনাগাড়ে এমনটাই জানিয়ে চলেছে ওই শীর্ণ দেহের ক্ষীণ কণ্ঠগুলো। "হয় চাকরি, না হয় মৃত্যু" এই স্লোগানেই দিন গুনছেন তাঁরা।
photos