Dawshom Awbotaar: ‘ডিসি পোদ্দার কীভাবে হয়ে উঠল খোকা?’ ‘দশম অবতার’-এর লোগো লঞ্চে মুখ খুললেন সৃজিত...
Prosenjit-Anirban-Srijit: টানা কয়েক বছর ধরেই পুজোতে নয়া চমক নিয়ে হাজির হতেন সৃজিত। তবে বেশ কয়েকবছর পুজোয় মুক্তি পায়নি সৃজিতের ছবি। শেষ ২০১৯ সালে ‘গুমনামি’ ছিল সৃজিতের পুজো রিলিজ। সে ছবিতে প্রধান দুই অভিনেতা ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। প্রায় তিন বছর পর আবার ওই জুটিকে সঙ্গে নিয়েই পুজোয় আসছেন পরিচালক। এবারের নয়া সংযোজন যীশু। বৃহস্পতিবার ছিল এই ছবির লোগো লঞ্চ।
1/10
দশম অবতার
2/10
দশম অবতার
photos
TRENDING NOW
3/10
দশম অবতার
4/10
দশম অবতার
5/10
দশম অবতার
6/10
দশম অবতার
7/10
দশম অবতার
8/10
দশম অবতার
9/10
দশম অবতার
তবে এখানেই তৈরি হয়েছে কনফিউশন। বাইশে শ্রাবনের সিক্যুয়েল ছিল দ্বিতীয় পুরুষ যেখানে ভিলেন ছিল খোকা, সেই চরিত্রে দেখা গেছে অনির্বাণকে। আবার ভিঞ্চিদার ডিসিডিডি পোদ্দার হিসাবেও রয়েছেন অনির্বাণ। প্রিক্যুয়েলে যে পুলিস সে কী করে সিক্যুয়েলে ভিলেন? লোগো লঞ্চে সৃজিত জানিয়ে দিলেন, এই প্রশ্ন তাঁকে অনেকেই করেছেন। তিনি সাফ জানিয়ে দিলেন, এই প্রশ্নের উত্তর রয়েছে দশম অবতার ছবিতে।
10/10
দশম অবতার
photos