চায়ের কাপে তুফান? দু'টি পাতা একটি কুঁড়ির জগতে বসন্তের হাওয়া কি বইবে এই মরসুমে...
North Bengal Tea Garden: বসন্ত এল, তবে চা-বাগান খুব একটা খুশি হতে পারল না। কেননা, এবছর চা-বাগানের প্রথম ফ্ল্যাশের পাতার উৎপাদন খুব ভাল মানের হলেও পরিমাণে তা বেশ কিছুটা কম হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বসন্ত এল, তবে চা-বাগান খুব একটা খুশি হতে পারল না। কেননা, এবছর চা-বাগানের প্রথম ফ্ল্যাশের পাতার উৎপাদন খুব ভাল মানের হলেও পরিমাণে তা বেশ কিছুটা কম হয়েছে। বসন্তের ছোঁয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানে গজিয়েছে ঝকঝকে কাঁচা চা-পাতা। ইতিমধ্যেই বাগানগুলিতে প্রথম ফ্ল্যাশের পাতা তোলার কাজ শুরু হয়ে গিয়েছে।
1/6
তিনমাস বন্ধ থাকে পাতা তোলার কাজ
2/6
এই সময়টাই কাঁচা চা-পাতার সময়
photos
TRENDING NOW
3/6
চায়ের পেয়ালায় চুমুক
5/6
জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানে
6/6
প্রথম ফ্ল্যাশের চা-পাতার উৎপাদন কিছুটা কমল
photos