SpringTime: বড়ন্তির পথে পলাশের আগুন; আপনি ঘরবন্দি হয়ে বৃথা বসে থাকবেন?
রঙপলাশের অশেষ উদ্দামতা দেখে আপনার মনে হবে, গাছে গাছে প্রদীপ জ্বলছে! অগ্নিশিখার মতো থরে থরে ফুটে আছে অজস্র পলাশ।
বসন্ত আর ফুল পরিপূরক। ফুলের মধ্যে বিশেষ করে পলাশ। দোলের আগে-পরে বাংলাজুড়ে শিমুল-পলাশ-কুসুমের যে প্রাণমাতানো বিকাশ, নীল আকাশের প্রেক্ষাপটে তার যে ফুলেল জৌলুস তার উপমা পাওয়া ভার।
1/8
পথপাশে ফুলেল জৌলুস
2/8
দহন-হীন আগুন
photos
TRENDING NOW
3/8
রাঢ় বঙ্গের বাসন্তী
4/8
'পলাশ-জোন'
5/8
ফুলমুগ্ধ চৈত্র
6/8
নীল দিগন্তে ওই ফুলের আগুন
7/8
ফুলের জন্য একক
ছবিতে, ভিডিয়োতে নয়, পরের মুখে ঝাল খেয়ে নয়, অন্যের ভ্রমণকাহিনি পড়েও নয়। নিজের চোখে না দেখলে, বিপুল ফুলসম্ভার দেখার নিজ অভিজ্ঞতা না থাকলে বোঝানো বড়ই কঠিন এই ফুলযাপনের প্রকৃত আনন্দ। ফলে এই সময়ে ঘরে বসে না থেকে চলে যান প্রকৃতির মাঝে। বুক ভরে শ্বাস নিন, চোখ ভরে দেখুন, মন ভরে পুড়ুন। সামিল হোন এক অবিরল বসন্তযাপনে।
8/8
রুদ্রপলাশের রাজসমারোহ
কালো পিচের রাস্তা চলে গেছে দূর দিগন্তে। হারিয়ে গিয়েছে কোন দূর পাহাড়ের অন্তরালে। আর সেই সব-হারানো পথের দুপাশে রুদ্রপলাশের রাজসমারোহ। আপনি লং-ড্রাইভে চলে যান। কখনও গড়পঞ্চকোট, কখনও পাঞ্চেৎ জলাধার, কখনও মধুকণ্ডার রুট ধরে বিহারীনাথ অঞ্চল, কখনও আবার সোজা বড়ন্তি। সেখানে গাছে গাছে ফুটে থাকা পলাশ দেখে আপনার মনে না হয়ে পারবে না যে, আপনি বোধ হয় গাছের ডালে প্রদীপ জ্বলতে দেখছেন! ঠিক একেবারে আগুনের শিখার মতো থরে থরে ফুটে আছে অজস্র পলাশ।
photos