শিরদাঁড়া সোজা রেখে বেলাশেষেও প্রতিবাদী সৌমিত্র

Nov 15, 2020, 23:54 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: শেষ ছবি 'বরুণবাবুর বন্ধু'তে ছিল রাজনৈতিক বার্তা। দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সৌমিত্রবাবুর বাম-প্রতিবাদী সত্ত্বার প্রকাশ ঘটেছিল ছবিতে।

2/5

ছবিতে কলেজ ছাত্রছাত্রীদের মাঝে প্রতিবাদী কণ্ঠ হয়েছিলেন বরুণবাবু। রিল আর রিয়েল মিশে গিয়েছিল চলতি বছরের শুরুতে সিএএ বিক্ষোভে। 

3/5

প্রেসিডেন্সিতে সিএএ-এনআরসি বিরোধী ব্যানারে সই করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে অনুরোধ করেছিলেন পড়ুয়ারা। সেই অনুরোধ রেখেছিলেন বর্ষীয়ান অভিনেতা। বলেছিলেন, ''পড়ুয়ারা প্রতিবাদ জানাচ্ছে, তাঁদের সমর্থন জানালাম।''  

4/5

রাজনৈতিক মতাদর্শ কোনওদিনই লুকোননি সৌমিত্র চট্টোপাধ্যায়। বরাবরই বাম ঘরানার রাজনীতিতে বিশ্বাসী। খোলাখুলি মুখও খুলেছেন একাধিকবার। মৃত্যুর আগে পর্যন্তও ছিলেন সোচ্চার বামপন্থী। 

5/5

তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এ দিন তাঁর প্রয়াণে শোকবার্তা দিয়েছেন অসুস্থ বুদ্ধদেববাবু। তিনি  জানিয়েছেন,'সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু এক গভীর দু:খজনক ঘটনা। বাংলা চলচ্চিত্র চিরকাল তাঁর কাছে ঋণস্বীকার করবে। আমি তাঁর পরিবার পরিজনকে সমবেদনা জানাই।'