Gupta Parvat | Sonarpur Arohi: বিশ্বে প্রথম! অজেয় 'গুপ্ত পর্বত'কে জয় করলেন বাংলার পর্বতারোহীরা...

Jun 25, 2024, 16:10 PM IST
1/6

গুপ্ত পর্বত সামিট

Gupta Parvat summit

তথাগত চক্রবর্তী: বিশ্বে কেউ যা পারেনি, সেটাই করে দেখাল সোনারপুর আরোহী। মুকুটে ফের নতুন পালক সোনারপুর আরোহীর।   

2/6

গুপ্ত পর্বত সামিট

Gupta Parvat summit

এদিন সকাল ৯টা বেজে ৫ মিনিটে হিমাচল প্রদেশের লাহুল জেলায় পির পঞ্জল রেঞ্জে অবস্থিত 'গুপ্ত পর্বত' (৬১৫৯ মি) সামিট করেন সোনারপুর আরোহীর সদস্যরা। মোট ৯ জনের দল ছিল। 

3/6

গুপ্ত পর্বত সামিট

Gupta Parvat summit

প্রথম ভারতীয় অভিযাত্রী দল হিসেবে এই পর্বত সফলভাবে আরোহণ করল সোনারপুর আরোহী। এর আগে দেশের তো বটেই, বিদেশেরও কেউ এই পর্বত আরোহণ করতে পারেননি।   

4/6

গুপ্ত পর্বত সামিট

Gupta Parvat summit

যে পর্বত আজ অবধি কেউ দেখতে পায়নি, যে পর্বতের ছবি নেই, সেই পর্বত-ই জয় করে ইতিহাস গড়লেন বাংলার পর্বতারোহীরা।  

5/6

গুপ্ত পর্বত সামিট

Gupta Parvat summit

অভিযাত্রী দলে ছিলেন রুদ্রপ্রসাদ হালদার, সত্যরূপ সিদ্ধান্ত, নৈতিক নস্কর, তুহিন ভট্টাচার্য, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, দেবাশিষ মজুমদার, উদ্দীপন হালদার, নন্দিশ কালনানি ও একমাত্র মহিলা সদস্য দিপাশ্রী পাল।   

6/6

গুপ্ত পর্বত সামিট

Gupta Parvat summit

কলকাতা থেকে ৩ জুন তারিখে রওনা দেয় তারা। প্রথমে ৬২০০ মিটার উচ্চতম মাউন্ট শিকর বেহ আরোহণের চেষ্টা করেন। কিন্তু তুষারধসের কারণে তা সফল হয়নি। এরপর এদিন সকালে 'গুপ্ত পর্বত' সফলভাবে সামিট করেন তাঁরা।