Sonam Kapoor: মা হতে চলেছেন সোনম কাপুর, আচমকা সুখবরে হতবাক বোন জাহ্নবী, শুভেচ্ছা গোটা বলিউডের

Mar 21, 2022, 13:21 PM IST
1/6

হবু মা সোনম

Mother to be

নিজস্ব প্রতিবেদন: মা হতে চলেছেন সোনম কাপুর। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর শেয়ার করলেন সোনম নিজেই।   

2/6

সোনম-আনন্দ

Sonam-Anand

সোনম নিজের ও আনন্দ আহুজার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে আনন্দের কোলে মাথা রেখে শুয়ে সোনম।   

3/6

অপেক্ষায়

Waiting

সোশ্যাল মিডিয়ায় সোনম লিখেছেন, 'আমরা আমাদের সেরা দিয়ে তোমাকে বড় করে তুলব। আমাদের পরিবার তোমাকে ভালোবাসায় ভরিয়েদেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।'  

4/6

বলিউডের শুভেচ্ছা

Bollywood wish

ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন করিনা, করিশ্মা, ভূমি পেডনেকর, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে অভিষেক বচ্চন, বরুণ ধাওয়ান সহ গোটা বলিউড।   

5/6

হতবাক জাহ্নবী

Janhvi surprised

সোনমের হঠাৎ সুখবরে হতবাক ও আনন্দিত বোন জাহ্নবী কাপুর। দিদিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে জাহ্নবী।   

6/6

গুঞ্জনই সত্যি!

Rumours become true

কিছু মাস আগেই গুঞ্জন ছড়িয়েছিল যে মা হতে চলেছেন সোনম কাপুর। তখন সে কথা অস্বীকার করেছিলেন অভিনেতা। এবার নিজেই শেয়ার করলেন সুখবর।