উর্জিতের ইস্তফায় কে কী বললেন?

Dec 10, 2018, 18:58 PM IST
1/5

নরেন্দ্র মোদী:

Reactions_1

উর্জিত প্যাটেলের সুখ্যাতি করে মোদী টুইটারে লেখেন,''বড়মাপের অর্থনীতিবিদ উর্জিত প্যাটেল। ক্ষু্দ্র অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর গভীর পাণ্ডিত্য। ব্যাঙ্কিং ব্যবস্থাকে এলোমেলো অবস্থা থেকে সঠিক পথে এনেছেন উনি। বিরাট ছাপ ছেড়ে গেলেন উর্জিত প্যাটেল। আমরা তাঁর অভাব অনুভব করব। তাঁর নেতৃত্বে আর্থিক স্থিতিশীলতা ফিরেছে ''।

2/5

রঘুরাম রাজন:

Reactions_2

প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন- আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগ সম্পর্কে দেশের প্রত্যেক নাগরিকের ভাবা উচিত।

3/5

মমতা বন্দ্যোপাধ্যায়:

Reactions_3

মমতা বন্দ্যোপাধ্যায়- দেশের আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে। বিরোধীদের বৈঠকে বসা উচিত। আরবিআই ইস্যু নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা বললেন মমতা।

4/5

এস গুরুমূর্তি:

Reactions_4

আরবিআইয়ের পরিচালন কমিটির সদস্য এস গুরুমূর্তি বলেন, তাঁর আকষ্মিক পদত্যাগে হতভম্ব আমি। বন্ধুত্বপূর্ণ পরিবেশেই বৈঠক রফাসূত্র বেরিয়েছে। এরপরও তাঁর এই ইস্তফা বিস্মিত।

5/5

সুব্রহ্মণ্যন স্বামী:

Reactions_6

উর্জিত প্যাটেলের ইস্তফা নিয়ে সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী বলেন, তার এই ইস্তফা অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে। নতুন সরকার আসা পর্যন্ত তাঁর অপেক্ষা করা উচিত ছিল। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর উচিত  দেশের বৃহত্তর স্বার্থে তাঁর সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা।