কেমন অবস্থায় রয়েছে পৃথ্বী শয়ের লিগামেন্টের চোট! পরের টেস্টে খেলতে পারবেন?

| Dec 10, 2018, 18:36 PM IST
1/6

ফিট হচ্ছেন পৃথ্বী

1

লিগামেন্টে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল পৃথ্বী শ-কে। চোটের তীব্রতা এতটাই ছিল যে নিজের পায়ে হেঁটে মাঠও ছাড়তে পারছিলেন না তিনি। 

2/6

ফিট হচ্ছেন পৃথ্বী

2

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেননি পৃথ্বী। এখন প্রশ্ন, পারথে দ্বিতীয় টেস্টে কি খেলতে পারবেন তিনি! ১৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট। তার আগে কি ফিট হয়ে উঠবেন পৃথ্বী!

3/6

ফিট হচ্ছেন পৃথ্বী

3

ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, তৃতীয় টেস্টে হয়তো দেখা যেতে পারে পৃথ্বীকে। ফর্মে থাকা মুম্বই ব্যাটসম্যানের ছিটকে যাওয়ার ঘটনাকে তিনি দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছিলেন। 

4/6

ফিট হচ্ছেন পৃথ্বী

4

প্রথম টেস্টের শেষ দিন পৃথ্বীকে দেখা গেল জগিং করছেন! তবে হালকা জগিং করেই মাঠ থেকে উঠে পড়েছিলেন তিনি। পৃথ্বীর বাঁ-পায়ে বিশেষ ধরণের ব্যান্ডেজ বাঁধা ছিল। 

5/6

ফিট হচ্ছেন পৃথ্বী

5

দ্বিতীয় টেস্টের আগে ফিট হয়ে উঠলে পৃথ্বী কিন্তু প্রথম একাদশে অটোমেটিক চয়েস হিসাবে জায়গা পাবেন। সেক্ষেত্রে কেএল রাহুল বা মুরলী বিজয়ের মধ্যে যে কোনও একজন বাদ পড়বে। 

6/6

ফিট হচ্ছেন পৃথ্বী

6

মুরলী বিজয় টেস্টের প্রথম ইনিংসে ১১ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেছেন। ফলে তাঁর বাদ পড়ার সম্ভাবনাই সব থেকে বেশি।