কাকতালীয় হলেও সত্যি

Oct 15, 2018, 16:52 PM IST
1/9

কাকতালীয় হলেও সত্যি

Coincident_1

বাঁ দিকে ছবিতে সদ্যোজাতকে নিয়ে রয়েছেন এক নার্স। ২৮ বছর পর সেই খুদে বড় হয়ে (ডানদিকের ছবিতে) ওই নার্সের সহকর্মী হিসাবে কাজ করছেন।

2/9

কাকতালীয় হলেও সত্যি

Coincident_2

ছবিটি তুলেছিলেন যে চিনা মহিলা, তার পিছনে দূরে একটি ছেলেকে দেখা গিয়েছে। কাকতালীয় ভাবে তাঁর সঙ্গে বিয়ে হয়েছে ওই মহিলার। বিয়ের পর ছবি দেখে এমনটাই আবিষ্কার করেন তাঁরা।

3/9

কাকতালীয় হলেও সত্যি

Coincident_3

যতই লেখা থাক...এটা কাকতালীয় নয়..কিন্তু ছবি দেখে বিশ্বাস করবে কে?

4/9

কাকতালীয় হলেও সত্যি

Coincident_4

ঈগল কি জানে, সে ক'টা মাছ নিয়ে যাচ্ছে? হাঙরকে পাকড়াও করেছে ঈগল... হাঙর পাকড়াও করেছে একটি মাছ। এখন দেখার কে কাকে খায়!

5/9

কাকতালীয় হলেও সত্যি

Coincident_5

জামা আর জল ফড়িংয়ের রং...নীল-কালো 

6/9

কাকতালীয় হলেও সত্যি

Coincident_6

বিলের এমন মিল! যেখানে সময়, বিল নম্বর এমনকি দামেও ৭১১ নম্বর রয়েছে

7/9

কাকতালীয় হলেও সত্যি

Coincident_7

নম্বর প্লেটটা খেয়াল করেছেন! গাড়ি পার্কিংয়ের সময় এমন ঘটনা কিন্তু বিরল।

8/9

কাকতালীয় হলেও সত্যি

Coincident_8

টেবিল থেকে উপুর হয়ে পড়ল অ্যাকোরিয়াম। না ভাঙল। না ফাটল। উলটো হয়ে বহাল তবিয়তে রয়েছে মাছও। 

9/9

কাকতালীয় হলেও সত্যি

Coincident_9

দুই বিজ্ঞানী। আইনস্টাইনের জন্মদিনে মৃত্যু হয় স্টিফেন হকিংয়ের..তাঁদের গবেষণার নিরিখে বলাই যায় এটি একটি 'মহাজাগতিক ঘটনা।'