বাঁ দিকে ছবিতে সদ্যোজাতকে নিয়ে রয়েছেন এক নার্স। ২৮ বছর পর সেই খুদে বড় হয়ে (ডানদিকের ছবিতে) ওই নার্সের সহকর্মী হিসাবে কাজ করছেন।
2/9
কাকতালীয় হলেও সত্যি
ছবিটি তুলেছিলেন যে চিনা মহিলা, তার পিছনে দূরে একটি ছেলেকে দেখা গিয়েছে। কাকতালীয় ভাবে তাঁর সঙ্গে বিয়ে হয়েছে ওই মহিলার। বিয়ের পর ছবি দেখে এমনটাই আবিষ্কার করেন তাঁরা।
photos
TRENDING NOW
3/9
কাকতালীয় হলেও সত্যি
যতই লেখা থাক...এটা কাকতালীয় নয়..কিন্তু ছবি দেখে বিশ্বাস করবে কে?
4/9
কাকতালীয় হলেও সত্যি
ঈগল কি জানে, সে ক'টা মাছ নিয়ে যাচ্ছে? হাঙরকে পাকড়াও করেছে ঈগল... হাঙর পাকড়াও করেছে একটি মাছ। এখন দেখার কে কাকে খায়!
5/9
কাকতালীয় হলেও সত্যি
জামা আর জল ফড়িংয়ের রং...নীল-কালো
6/9
কাকতালীয় হলেও সত্যি
বিলের এমন মিল! যেখানে সময়, বিল নম্বর এমনকি দামেও ৭১১ নম্বর রয়েছে
7/9
কাকতালীয় হলেও সত্যি
নম্বর প্লেটটা খেয়াল করেছেন! গাড়ি পার্কিংয়ের সময় এমন ঘটনা কিন্তু বিরল।
8/9
কাকতালীয় হলেও সত্যি
টেবিল থেকে উপুর হয়ে পড়ল অ্যাকোরিয়াম। না ভাঙল। না ফাটল। উলটো হয়ে বহাল তবিয়তে রয়েছে মাছও।
9/9
কাকতালীয় হলেও সত্যি
দুই বিজ্ঞানী। আইনস্টাইনের জন্মদিনে মৃত্যু হয় স্টিফেন হকিংয়ের..তাঁদের গবেষণার নিরিখে বলাই যায় এটি একটি 'মহাজাগতিক ঘটনা।'