Snana Yatra 2024: প্রায় ৫০ বছর পরে মোক্ষ-যোগ! ২৮ ঘড়া গঙ্গাজল, দেড় মন দুধে গ্র্যান্ড স্নান মাহেশে...

Mahesh Snana Yatra 2024: রথযাত্রার দিন গোনা শুরু স্নানযাত্রার মধ্যে দিয়েই। শনিবার মাহেশে হল স্নানযাত্রা উৎসব। এই রথযাত্রা এবার পড়তে চলেছে ৬২৮ তম বর্ষে। ৪৭ বছর পর মোক্ষ যোগে হচ্ছে এই স্নানযাত্রা।

| Jun 22, 2024, 14:37 PM IST

বিধান সরকার: রথযাত্রার দিন এবার গোনা শুরু এই স্নানযাত্রার মধ্যে দিয়েই। আজ, শনিবার মাহেশেও যথারীতি  হল স্নানযাত্রা উৎসব। মাহেশের রথযাত্রা এবার পড়তে চলেছে ৬২৮ তম বর্ষে। ৪৭ বছর পর মোক্ষ যোগে হচ্ছে এই স্নানযাত্রা। সকাল সাড়ে পাঁচটায়  জগন্নাথদেবকে বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬.২০ থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব। স্নানপিঁড়ি মাঠে তখন অগণিত ভক্তের সমাবেশ ঘটেছে।

1/6

গঙ্গাজল ও দুধ

রীতি অনুযায়ী স্নানমঞ্চে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে।

2/6

দেবতার জ্বর

ওই দুধ-গঙ্গাজলে স্নান করে তিন দেবতার জ্বর আসে।

3/6

কবিরাজের পাঁচন

মন্দির বন্ধ রেখে সেবা-শুশ্রূষার পর কবিরাজের পাঁচন খেয়ে তাঁরা সুস্থ হন।

4/6

সোজারথে

সোজারথের দিন রথে চাপিয়ে তিন দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।

5/6

এবার স্নানমঞ্চেই

অন্যান্য বছর স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। কিন্তু এবার দিনভর তিন বিগ্রহকে স্নানমঞ্চেই রাখা হবে। কেননা এবার স্নানযাত্রায় মোক্ষ যোগ রয়েছে। এই যোগে ভক্তেরা দেবতার দর্শন করতে চাইতে পারেন। এজন্য এই ব্যবস্থা। 

6/6

বিশেষ পুজো

ফলে, আজ দিনভর ওই স্নানমঞ্চে পুজো, ভোগ নিবেদন চলবে। সেজন্য স্নানমঞ্চে এবং মাঠে আলাদা করে মণ্ডপও বাঁধা হয়েছে।