Sleeping Village: রহস্যে মোড়া এক আজব গ্রাম! হাঁটতে হাঁটতে-কাজের মাঝেই ঘুমিয়ে পড়ে সবাই...

Sleeping Village of World: কখনও কখনও ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিনও পেরিয়ে যায় ঘুমিয়ে!

| Aug 24, 2024, 17:31 PM IST
1/7

ঘুম গ্রাম!

Sleeping Village

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ এক অদ্ভূত গ্রাম! এখানরকার মানুষ যখন-তখন ঘুমিয়ে পড়ে! এমনকি হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে মাঝপথেই আচমকা ঘুমিয়ে পড়েন। কিন্তু কেউ জানে না, কেন এরকমভাবে সবাই ঘুমিয়ে পড়ে!

2/7

ঘুম গ্রাম!

Sleeping Village

কখনও কখনও ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিনও পেরিয়ে যায় ঘুমিয়ে। কিন্তু কাজাখস্তানের কালাচি গ্রামের মানুষ কেন এভাবে ঘুমিয়ে পড়ে, তার কারণ উদ্ধারে ব্যর্থ বিজ্ঞানীরাও।  

3/7

ঘুম গ্রাম!

Sleeping Village

যাঁরা ঘুমিয়ে পড়েন, তাঁরা উঠে আর ঠিক করে বলতেও পারেন না যে কখন কোথায় তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন। কিছুই মনে থাকে না তাঁদের। 

4/7

ঘুম গ্রাম!

Sleeping Village

এই ঘটনার পিছনে নানা মুনির নানা মত রয়েছে। কেউ মনে করছেন, গ্রামের বাতাসে কোনও টক্সিক পদার্থ বা গ্যাস মিশে রয়েছে, যারজন্য সবাই এরকম ঘুমিয়ে পড়ে।

5/7

ঘুম গ্রাম!

Sleeping Village

কারও মতে আবার, কোনও ভাইরাসের কারণেও এই স্লিপিং ডিসঅর্ডার হয়ে থাকতে পারে। অথবা ওই গ্রামের সামগ্রিক মানসিক সমস্যাও হয়ে থাকতে পারে।

6/7

ঘুম গ্রাম!

Sleeping Village

আবার কেউ বলছেন আবহাওয়ার কারণেও এমনটা হতে পারে। যার প্রভাব পড়ছে গ্রামবাসীদের জীবনে, তাঁদের কাজে ও অর্থনৈতিক অবস্থায়।

7/7

ঘুম গ্রাম!

Sleeping Village

এখনও পর্যন্ত এই ঘুম-রোগের কোনও স্থায়ী সমাধান মেলেনি। বিজ্ঞানীরা এই অদ্ভূত ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।