'মিথ্যে প্রচার, উত্তর কীভাবে দিতে হয় শুভেন্দু জানে', স্পষ্ট কথা বাবার
Aug 24, 2020, 13:07 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : জেলায় তৃণমূলের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন। তার আগে বিশ্ব আদিবাসী দিবসে জেলায় হুল উৎসবেও অনুপস্থিত ছিলেন।
2/5
আর তাতেই ছড়ায় জল্পনা। শুভেন্দু অধিকারী কি তাহলে গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন? এমন প্রশ্ন উঠতে শুরু করে।
photos
TRENDING NOW
3/5
এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। বলেন, "শুভেন্দুবাবু আমাদের দায়িত্বশীল নেতা, মন্ত্রী। যাঁরা মিথ্যা প্রচার করছেন, তাঁদের জিজ্ঞাসা করুন। তিনি দীর্ঘদিন মানুষের প্রতিনিধিত্ব করছেন। তিনি জানেন এর উত্তর কীভাবে দিতে হয়।"
4/5
প্রসঙ্গত, অধিকারী গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর। একদিকে শুভেন্দু অধিকারী যেমন রাজ্যের মন্ত্রী। তেমনই শিশির অধিকারী পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি ও সাংসদ। ভাই দিব্যেন্দু অধিকারীও সাংসদ।
5/5
এদিন কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে 'জনমঙ্গল' মিটিং হলে প্রশান্ত কিশোরের তত্ত্বাবধানে ও জেলা তৃণমূলের আহ্বানে একটি যুব সভায় যোগ দেন শিশির অধিকারী। সেখানেই শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক চাপানউতর প্রসঙ্গে মুখ খোলেন শিশির।