1/6
যাত্রা শুরু টয় ট্রেনের
2/6
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাহাড়
করোনার কারণে মুখ থুবড়ে পড়েছিল পর্যটন শিল্প। সুন্দরী দার্জিলিং এ দেখা দিয়েছিল শ্মশানের নিস্তব্ধতা। ভারতীয় রেলের সবচেয়ে আকর্ষণীয় রেল হল টয় ট্রেন। দেশি-বিদেশি পর্যটকরা করোনার কারণে দার্জিলিংয়ে আসেননি। এবার পরিস্থিতি কিছুয়া স্বাভাবিক হতেই বুধবার সকাল থেকে ফের চালু হল পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের বহু আকাঙ্খিত ট্রয় ট্রেন পরিষেবা।
photos
TRENDING NOW
3/6
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছুটল ট্রেন
বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চালু হল এই পরিষেবা। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও কিছুদিন আগে চালু হয়েছিল কেবলমাত্র দার্জিলিং এর জন্য জয় রাইড। নানা বিধি-নিষেধ শিথিল করে পর্যটনের দ্বার খুলে দেওয়া হলেও দার্জিলিং সহ তরাই ডুয়ার্সে পর্যটকদের খুব একটা দেখা পাওয়া যাচ্ছিল না। স্বাভাবিক ভাবেই পর্যটন শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীদের এতেই মাথায় হাত পড়েছিল।
4/6
আশার আলো ব্যবসায়ী মহলে
5/6
পর্যটক টানবে ঐতিহ্যবাহী এই ট্রেন
6/6
দার্জিলিংমুখি শৈলরানী
photos