রাস্তার নাম বাবর রোড, নেমপ্লেটে কালি লেপে দিল হিন্দু সেনা

Sep 14, 2019, 18:00 PM IST
1/5

s5

5

রাস্তার নাম বদলের দাবিতে ফের সক্রিয় হল হিন্দু সেনা। দিল্লির বাঙালি বাজার এলাকায় বাবর রোডের নেমপ্লেটে কালি লেপে দিল হিন্দু সেনার কর্মীরা।

2/5

s4

4

কনট প্রেসের খুব কাছের ওই রাস্তার নামকরণ করা হয় মুখল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের নামে।

3/5

s3

3

হিন্দু সেনার দাবি, বাবর রোডের নাম বদল করে ভারতের কোনও প্রখ্যাত মানুষের নামে করতে হবে। কারণ বাবর ছিলেন একজন বিদেশি আক্রমণকারী। তাই ওই নেমপ্লেটে কালি লাগিয়ে দিয়েছি।

4/5

s2

2

উল্লেখ্য, গত বছর দিল্লির আকবর রোডের নাম বদল করে রাখা হয় মহারাজা প্রতাপ রোড।

5/5

s1

1

আকবর রোডে থাকেন দেশের বেশ কয়েকজন নামজাদা রাজনীতিবিদ। পাশপাশি ওই রাস্তায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদর দফতরের ঠিকানাও। একইবছর দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম বদল করে ডা এপিজি আবদুল কালাম রোড হিসেবে নামকরণ করা হয়।