কথা রাখলেন না Sidharth, তাঁর হঠাৎ চলে যাওয়ায় অসম্পূর্ণ রয়ে গেল 'Sidnaaz'-এর প্রেম

Sep 02, 2021, 18:43 PM IST
1/8

অসম্পূর্ণ সিডনাজ

Incomplete Sidnaaz

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার সকালেই আচমকাই মৃত্যু হয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। সিদ্ধার্থের মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ গোটা বলিউড। সকালবেলা শ্যুটিংয়ের মাঝেই তাঁর মৃত্যু সংবাদ পান সিদ্ধার্থের প্রেমিকা শেহনাজ গিল। অভিনেত্রী বন্ধু সানা খান সংবাদ মাধ্যমে জানিয়েছেন সিডের মৃত্যুতে ভেঙে পড়েছে শেহনাজ। কারোর সঙ্গে কথা বলতে চান না অভিনেত্রী, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শেহনাজের বাবা। 

2/8

প্রথম দেখা

when they met

বিগবস ১৩ এর প্রতিযোগী ছিলেন  সিদ্ধার্থ ও শেহনাজ। বিগবসের ঘরেই একে অপরের প্রেমে  পড়েন তাঁরা। 

3/8

জমজমাট রসায়ন

Sidnaaz Chemistry

অল্পদিনের মধ্যেই তাঁদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। সেই রসায়নের জোরেই খুব তাড়াতাড়িই তাঁরা জনপ্রিয় হয়ে ওঠেন। 

4/8

প্রেমের জোয়ারে...

In Love

সিদ্ধার্থের সঙ্গে দেখা হওয়ার অনেক আগে থেকেই তাঁকে পছন্দ করতেন শেহনাজ। প্রথম দেখা থেকেই সেই ভালোলাগার কথা সিদ্ধার্থের কাছে প্রকাশ করেন শেহনাজ। 

5/8

দর্শকের সিডনাজ

Sidnaaz

সিদ্ধার্থ ও শেহনাজকে একসঙ্গে দর্শক নাম দিয়েছিলেন সিডনাজ। এই মুহূর্তে হিন্দি টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় জুটি সিডনাজ। 

6/8

'প্রোটেকটিভ' সিদ্ধার্থ

Protective Sidharth

সিদ্ধার্থের থেকে বয়সে বেশ অনেকটাই ছোট শেহনাজ। তাই শেহনাজকে আগলে রাখতেন অভিনেতা। তার ব্যাপারে বেশ প্রোটেকটিভ ছিলেন সিদ্ধার্থ। 

7/8

মজার মুহূর্তে

Masti time

বিগ বসের ঘরে তাঁদের প্রেম যেমন ছিল জমজমাট তেমনই একসঙ্গে খুনসুটি আর মজাও করতেন জমিয়ে। 

8/8

অসস্পূর্ণ প্রেম

Incomplete love

সিদ্ধার্থের চলে যাওয়ায় যেমন তাঁকে মিস করবেন তাঁর বান্ধবী শেহনাজ। তেমনই সিডনাজের জমাটি রসায়ন মিস করবে দর্শক।