দলে ৪ জন ভারতীয়! Akhtar বেছে নিলেন সর্বকালের সেরা একাদশ, অধিনায়কত্বে চমক!

| Jul 18, 2021, 20:23 PM IST
1/12

শোয়েব আখতার বেছে নিয়েছেন সর্বকালের সেরা একাদশ। চারজন ভারতীয় ক্রিকেটারকে নিয়েই দল বেছে নিয়েছেন পাক কিংবদন্তি পেসার। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের দলে জায়গা পাননি বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো নাম। আখতার টিমে ধোনিকে নিলেও ক্যাপ্টেনসির গুরুভার তুলে দিয়েছেন শেন ওয়ার্নের হাতে।

2/12

উইন্ডিজ মহাতারকা গর্ডন গ্রিনিজকে আখতার দলের প্রথম ওপেনার হিসেবে বেছে নিয়েছেন।

3/12

ওপেনারের গুরুদায়িত্বে বাইশ গজের ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর। 

4/12

তিনে শোয়েবের প্রাক্তন ক্যাপ্টেন ইনজামাম-উল-হক। 

5/12

ওপেনার সৈয়দ আনোয়ারকে চারে নামাচ্ছেন আখতার।  

6/12

সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এমএস ধোনিকে আখতার রেখেছেন উইকেটের পিছনেই।

7/12

কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে দলে নিয়েছেন আখতার।

8/12

জোড়া বিশ্বকাপ জয়ী স্টার ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং আখতারের দলের মিডল অর্ডারে ভরসা।

9/12

ওয়াসিম আক্রমকে নিয়েই যে আখতার দলের পেস আক্রমণ সাজাবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

10/12

দলের পেস বিভাগে পাক দলের সর্বকালের অন্যতম পেসার ওয়াকার ইউনিসকে রেখেছেন আখতার।

11/12

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবকেও দলে রেখেছেন আখতার।

12/12

অধিনায়কত্বেই চমক রাখলেন আখতার। সর্বকালের অন্যতম সেরা স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকেই দলের নেতা করলেন তিনি।