Shah Rukh Khan Health Update: মুম্বই ফিরলেন অসুস্থ শাহরুখ, দুঃসময়ে সুহানার পাশে অগ্যস্ত, সম্পর্কে শিলমোহর!

Suhana Khan-Agastya Nanda: বৃহস্পতিবার বিকেলেই আহমেদাবাদ থেকে মুম্বই ফিরিয়ে আনা হল শাহরুখ খানকে। জানা যাচ্ছে শুধু হিটস্ট্রোকই নয়, নিউমোনিয়ায় আক্রান্ত কিংখান। এয়ারপোর্টে শাহরুখের সঙ্গেই ফেরে গোটা খান পরিবার। দুঃসময়ে সুহানার পাশে দেখা গেল অমিতাভের নাতি অগ্যস্ত নন্দকে। শোনা যায় সুহানার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।   

| May 24, 2024, 13:42 PM IST
1/5

দুঃসময়ে সুহানার পাশে অগ্যস্ত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার বিকেলেই আহমেদাবাদ থেকে মুম্বই ফিরিয়ে আনা হল শাহরুখ খানকে। যদিও ছাতার আড়ালেই গাড়িতে উঠে যান শাহরুখ।   

2/5

দুঃসময়ে সুহানার পাশে অগ্যস্ত

শাহরুখের সঙ্গেই মুম্বই ফেরেন তাঁর স্ত্রী গৌরী খান ও ম্যানেজার পূজা দাদলানি।   

3/5

দুঃসময়ে সুহানার পাশে অগ্যস্ত

সুহানার জন্মদিনেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। জানা যায় হিটস্ট্রোক ও নিউমোনিয়ায় আক্রান্ত তিনি।   

4/5

দুঃসময়ে সুহানার পাশে অগ্যস্ত

তবে এদিন এয়ারপোর্টে সুহানার পাশে যিনি নজর কাড়লেন, তিনি হলেন অমিতাভের নাতি অগ্যস্ত নন্দকে। শোনা যায় সুহানার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। দুঃসময়ে সুহানার পাশে দাঁড়ালেন তিনি। এদিন খান পরিবারের সঙ্গেই আহমেদাবাদ থেকে মুম্বই আসেন অগ্যস্ত।   

5/5

দুঃসময়ে সুহানার পাশে অগ্যস্ত

মুম্বই এয়ারপোর্ট থেকে সোজা মন্নত যায় গোটা পরিবার।