Shah Rukh Khan Vote: 'সচেতন নাগরিক হিসাবে ভোট দেওয়া জরুরি', মুম্বইয়ে সপরিবারে ভোট দিলেন শাহরুখ...

Loksabha Election 2024: সোমবার পঞ্চম দফার নির্বাচনে সপরিবারে ভোট দিলেন মেগাস্টার শাহরুখ খান। এদিন দুপুরে স্ত্রী গৌরী ও তিন সন্তানকে নিয়ে ভোট দিতে যান শাহরুখ। যদিও আব্রামের ভোট দেওয়ার বয়স হয়নি, তবে বাবা-মা ও দাদা আরিয়ানা ও দিদি সুহানার সঙ্গেই পোলিং বুথের বাইরে দেখা গেল আব্রামকে। 

| May 20, 2024, 18:20 PM IST
1/8

ভোটদানে শাহরুখ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু'দিন আগেই, গত শনিবারই শাহরুখ বার্তা দিয়েছিলেন যে সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়া জরুরি। 

2/8

ভোটদানে শাহরুখ...

সোমবার পঞ্চমদফার ভোটে সপরিবারে ভোট দিলেন মেগাস্টার। 

3/8

ভোটদানে শাহরুখ...

শাহরুখের পরনে ছিল কালো টিশার্ট ও জিন্স, চোখে রোদচশমা। 

4/8

ভোটদানে শাহরুখ...

অন্যদিকে গৌরী ও আরিয়ান পরেছিলেন সাদা টপ ও টিশার্ট। 

5/8

ভোটদানে শাহরুখ...

তবে এদিন নজর কাড়েন শাহরুখ কন্যা সুহানা খান। 

6/8

ভোটদানে শাহরুখ...

নীল প্রিন্টেড লখনৌ চিকনের কুর্তিতে সুহানার লুক ছিল স্নিগ্ধ। 

7/8

ভোটদানে শাহরুখ...

যদিও আব্রামের ভোট দেওয়ার বয়স হয়নি, তবে বাবা-মা ও দাদা আরিয়ানা ও দিদি সুহানার সঙ্গেই পোলিং বুথের বাইরে দেখা গেল আব্রামকে। 

8/8

ভোটদানে শাহরুখ...

শনিবারই সবাইকে ভোট দেওয়ার বার্তা দিয়েছিলেন শাহরুখ। তিনি পোস্ট করে জানান, 'মহারাষ্ট্রের দায়িত্বপূর্ণ ভারতীয় নাগরিক হিসেবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে। ভারতীয় হিসেবে চলুন এই দায়িত্ব পালন করি এবং দেশের সবচেয়ে প্রয়োজনীয় কাজ যে ভোট, সেটা বুঝে নিই। ভোটাধিকার নিয়ে প্রচারে এগিয়ে আসুন।’