বলুন তো হস্তমৈথুনের বীর্য আর যৌন বীর্য কি এক?

Sep 18, 2018, 13:48 PM IST
1/5

আপনার কি মনে হয়, সব পুরুষ হস্তমৈথুন করে?  গবেষণা বলছে, পুরুষ মাত্রই হস্তমৈথুন করেন, এমনটা ভাবা ভুল। কেবল ৫৭ শতাংশ মানুষই হস্তমৈথুন করে। যৌন আকাঙ্খা থেকে বিমুখ হওয়ার কারণেই পুরুষ হস্তমৈথুন থেকে বিরত থাকেন।

2/5

ঘনঘন হস্তমৈথুন কি শরীরে পক্ষে খারাপ? গবেষণা বলছে না। যারা ঘনঘন হস্তমৈথুন করেন তারা তুলনায় খুশি থাকেন।

3/5

ভুল ভাবে হস্তমৈথুনে লিঙ্গে আঘাত লাগার সম্ভাবনা থাকে। কোনও রকম হেঁচকা অথবা বেশি চাপাচাপিতেও লিঙ্গে আঘাত লাগার সম্ভাবনা থাকে।

4/5

স্পার্ম কাউন্ট বেশি বা কম হওয়ার ক্ষেত্রে উত্তেজনার বিষয়টিই সবথেকে গুরুত্বপূর্ণ। 

5/5

হস্তমৈথুনে যে বীর্য নির্গত আর যৌনতার সময় যে বীর্য নির্গত হয়, তা কি এক? জাপানের এক গবেষণা বলছে, দুই সময়ের বীর্য এক নয়। যৌনতার সময়ের স্পার্ম কাউন্ট আর হস্তমৈথুনে পর স্পার্ম কাউন্টের মধ্যে আকাশ আর পাতালের তফাত্।