ভয়ংকর স্রোতের প্লাবনে শিউরে উঠছে জনপদ! ফুঁসছে নদী, বইছে কাদাস্রোত, বাড়ছে মৃত্যু...
Monsoon in North India: কয়েকদিন ধরে প্রবল বর্ষণের কবলে গোটা উত্তর ভারত। দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ-- বৃষ্টি, বর্ষণ, ধসে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু জায়গায় বিপর্যস্ত জনজীবন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েকদিন ধরে প্রবল বর্ষণের কবলে গোটা উত্তর ভারত। দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ-- বৃষ্টি, বর্ষণ, ধসে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু জায়গায় বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশে নেমেছে হড়পা বান। তার জেরে নেমেছ ধস। ধুয়ে গিয়েছে বহু এলাকা। মুহূর্তের মধ্যে ভেসে গিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। সমগ্র বিপর্যয়ের জেরে ঘটেছে মৃত্যু। লাফিয়ে লাফিয়ে বাড়ছেও মৃত্যু। এখনও পর্যন্ত মোট ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
1/6
বাড়িঘরের মধ্যে দিয়ে চলে গিয়েছে একটি রাস্তা
2/6
৭৬৫টি রাস্তা বন্ধ
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হিমাচলের ৭৬৫টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চণ্ডীগড়-মান্ডি জাতীয় সড়ক। পর্যটক-সহ বহু মানুষ আটকে পড়েছেন লাহুল, স্পিতি, সোলাং ভ্যালি-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। গত ৪৮ ঘণ্টায় রাজ্যে ২০টি বড় ধস ও ১৭টি হড়পা বানের ঘটনার খবর পাওয়া গিয়েছে। তিরিশটি বড় বাড়ি ভেঙে পড়েছে। শতদ্রু-বিপাশা-ঝিলম-সহ সেখানকার অধিকাংশ নদী ফুঁসছে।
photos
TRENDING NOW
3/6
বাড়ছে মৃত্যু
4/6
৪১ বছরে এমন বৃষ্টি হয়নি
5/6
আবাসনে বিপর্যয়
6/6
অমরনাথ যাত্রা
photos