WB Panchayat Election 2023: পঞ্চায়েতের লড়াইয়ে ছিলেন সাংসদ মিমির ৩ মামী, শেষ হাসি হাসলেন কে?

Jul 11, 2023, 17:11 PM IST
1/5

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে অধিকাংশ জায়গায় এগিয়ে তৃণমূল কংগ্রেস। তবে লক্ষ্যনীয় বিষয় হল যেসব জায়গায় বিরোধীরা প্রার্থী দিয়েছিল তাদের মধ্যে অনেক জায়গাতেই খাতা খুলেছে বিরোধীরা। কোথাও বিজেপি, কোথাও বাম-কংগ্রেস।  -তথ্য-প্রদ্যুত্ দাস

2/5

জলপাইগুড়ি সদর ব্লকের খাড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পান্ডাপাড়ার লড়াই এবার ছিল যথেষ্টই গুরুত্বপূর্ণ। সেখানে লড়াইয়ে নেমেছিলেন ৩ জা। তবে শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী। -তথ্য-প্রদ্যুত্ দাস

3/5

তিন জা এর লড়াইয়ের পাশাপাশি এই লড়াই খবরে ছিল ৩ প্রার্থীর পরিচিতির জন্য। কারণ ওই ৩ প্রার্থী হলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর মামী। তিন মামীই এবার ভোটে দাঁড়িয়েছিলেন তিন দলের টিকিটে। -তথ্য-প্রদ্যুত্ দাস

4/5

বড় মামী কান্তা চক্রবর্তী খড়িয়া গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের টিকিটে। মেজো মামী পর্ণা চক্রবর্তী এবার ছিলেন সিপিএমের প্রার্থী। অন্যদিকে, ছোট মামী পুনম চক্রবর্তী লড়াইয়ে নেমেছিলেন তৃণমূলের টিকিটে। আজ গণনার শেষে অবশ্যা শেষ হাসিটা হাসলেন ছোট মামী পুনমই। তাকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন মিমি। -তথ্য-প্রদ্যুত্ দাস

5/5

একই পরিবারেই তিন শিবিরের প্রার্থী। রাজ্যে এরকম উদাহরণ খুব বেশি নেই। কিন্তু লক্ষ্যনীয় বিষয় হল প্রচারের শুরু থেকেই তিন জা সতর্ক ছিলেন প্রচার যেন তাদের পারিবারিক সম্পর্কে প্রভাব না ফেলে। পুনম চক্রবর্তী আগেই জানিয়েছিলেন, কোনও দিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। প্রথমে আমাদের পরিবার। তারপর রাজনীতি। -তথ্য-প্রদ্যুত্ দাস