মহিলা ক্রিকেটে দাপিয়ে বেড়ান ‌যে ৭ প্লেয়ার

Feb 01, 2018, 23:21 PM IST
1/7

Ph 7

এলিজে আকেজান্ডার পেরি-অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আন্তর্জাতিক আঙিনায় পা দেন মাত্র ১৬ বছর বয়সে। দ্রুত দলের অপরিহা‌র্য হয়ে ওঠেন এই অলরাউন্ডার।

এলিজে আকেজান্ডার পেরি-অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আন্তর্জাতিক আঙিনায় পা দেন মাত্র ১৬ বছর বয়সে। দ্রুত দলের অপরিহা‌র্য হয়ে ওঠেন এই অলরাউন্ডার।

2/7

Ph 6

সারা জেন টেলর-সবচেয়ে কমবয়সী মহিলা ক্রিকেটার হিসেবে হাজার রান করার রেকর্ড রয়েছে সারার ঝুলিতে। ২০১৩ সালে টি ২০ ফর্ম্যাটে সেরা ক্রিকেটার হওয়ার শিরোপা পেয়েছিলে ইংল্যান্ডের এই খেলোয়াড়।

সারা জেন টেলর-সবচেয়ে কমবয়সী মহিলা ক্রিকেটার হিসেবে হাজার রান করার রেকর্ড রয়েছে সারার ঝুলিতে। ২০১৩ সালে টি ২০ ফর্ম্যাটে সেরা ক্রিকেটার হওয়ার শিরোপা পেয়েছিলে ইংল্যান্ডের এই খেলোয়াড়।

3/7

Ph 5

ঝুলন গোষামী-বহুদিন ধরেই ভারতীয় দলে অপরিহা‌র্য বাংলার এই অলরাউন্ডার। দুনিয়ার ১০ সেরা ক্রিকেটারের তালিকায় রয়েছেন ঝুলন। ২০০৭ সালে পেয়েছিলেন আইসিসি ওমেন ক্রিকেটার পুরস্কার।

ঝুলন গোষামী-বহুদিন ধরেই ভারতীয় দলে অপরিহা‌র্য বাংলার এই অলরাউন্ডার। দুনিয়ার ১০ সেরা ক্রিকেটারের তালিকায় রয়েছেন ঝুলন। ২০০৭ সালে পেয়েছিলেন আইসিসি ওমেন ক্রিকেটার পুরস্কার।

4/7

Ph 4

ক্যাথরিন হেলেন বান্ট-ইংল্যান্ডের এই তারকা প্লেয়ার ২০০৬ ও ২০১০ সালে সেরা ক্রিকেটারের তকমা পেয়েছিলেন। ২০০৯ সালে লর্ডসে টি ২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ওম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন।

ক্যাথরিন হেলেন বান্ট-ইংল্যান্ডের এই তারকা প্লেয়ার ২০০৬ ও ২০১০ সালে সেরা ক্রিকেটারের তকমা পেয়েছিলেন। ২০০৯ সালে লর্ডসে টি ২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ওম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন।

5/7

Ph 3

মিতালি রাজ- ১৯৯৯ সালে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই ১১৪ রানে অপরাজিত থেকে রেকর্ড গড়ে ফেলেন। ২০০২ সালে টেস্ট ম্যাচে ২১৪ রান করেও রেকর্ড করেন।

মিতালি রাজ- ১৯৯৯ সালে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই ১১৪ রানে অপরাজিত থেকে রেকর্ড গড়ে ফেলেন। ২০০২ সালে টেস্ট ম্যাচে ২১৪ রান করেও রেকর্ড করেন।

6/7

Ph 2

শশীকলা সিরিবর্ধনে-দুনিয়ার দশ সেরা মহিলা ক্রিকেটারের তালিকায় রয়েছে শ্রীলঙ্কার এই অধিনায়ক। ঝাঁঝালো বেলিংয়ের জন্য তিনি সবার নজর কেড়েছেন।

শশীকলা সিরিবর্ধনে-দুনিয়ার দশ সেরা মহিলা ক্রিকেটারের তালিকায় রয়েছে শ্রীলঙ্কার এই অধিনায়ক। ঝাঁঝালো বেলিংয়ের জন্য তিনি সবার নজর কেড়েছেন।

7/7

Ph 1

সানা মীর-আইসিসি র্যাsঙ্কিংয়ে ১৬তম স্থানে রয়েছেন এই পাক ক্রিকেটার। ২০০৯ সালে পাক ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। পাক ক্রিকেট টিমের একজন অন্যতম বোলার সানা।

সানা মীর-আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে রয়েছেন এই পাক ক্রিকেটার। ২০০৯ সালে পাক ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। পাক ক্রিকেট টিমের একজন অন্যতম বোলার সানা।