দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তে Mao-বিরোধী অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, উদ্ধার বিপুল অস্ত্র

Feb 08, 2021, 19:53 PM IST
1/8

মাওবাদী দমনে ছত্তীসগঢ়ে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।

2/8

গতকাল রাতে দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তবর্তি টাকিলোদ-ইটওয়ার লেন্ডার জঙ্গলে ২ মাওবাদী শিবির ধ্বংস করল পুলিস ও কেন্দ্রীয় বাহিনী।

3/8

কোবরা, এসটিএফ ও রাজ্য পুলিসের যৌথ অপারেশনে উদ্ধার হল বিপুর অস্ত্র-গুলি, আপত্তিকর নথি ও দৈনিক ব্যবহারের জিনিসপত্র।

4/8

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বেশ কয়েকটি রাইফেল, টিফিন বক্স, ওয়াকিটকি, মাওবাদী ইউনিফর্ম, ব্যাগ, বোমা ও খাবারদাবার।  

5/8

বিশেষ সূত্রে খবর পেয়েই ইটাওয়ার-লেন্ডার জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

6/8

এছাড়াও বিজাপুরে পেটগিলুর জঙ্গলে অস্ত্র,বিস্ফোরক জড়ো করেছিল তেলঙ্গানা রাজ্য কমিটির মাওবাদীরা। 

7/8

এলাকায় মোতায়েন নিরাপত্তারক্ষীদের উপরে হামলা চালাতেই ওইসব অস্ত্র মজুত করা হয়।

8/8

সুকমার কিস্তারাম থানা এলাকায় পালাকাড্ডু গ্রাম থেকে মোট ১২১৪টি স্পাইক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সুকমা পুলিস।