Jagannath's Ratna Bhandar 2024: বিভিন্ন সময়ে এসেছে আশ্চর্য অলৌকিক রহস্যময় সব বাধা! পুরীর মন্দিরের প্রাচীন রত্নভাণ্ডার...
Jagannath's Ratna Bhandar: তিরুপতির বালাজি মন্দির বা দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরগুলিতে রাশি-রাশি ধনসম্পত্তি আছে। তবে, শোনা যাচ্ছে, পুরীমন্দিরের রত্নভাণ্ডার নাকি সবকিছুকেই ছাপিয়ে যাবে! তিরুপতির বালাজি মন্দিরও হার মানবে জগন্নাথদেবের সম্পত্তির কাছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে রথযাত্রার সময়েই ঘটতে চলেছে সেই বহু প্রতীক্ষিত ব্যাপারটি। খোলা হচ্ছে পুরীর জগন্নাথমন্দিরের রত্নভাণ্ডার। সময়টা এমনিতে খুব পুণ্যের। পুরাণেও বলা হয়, যে ব্যক্তি রথে জগন্নাথের নাম জপে গুণ্ডিচায় যান, তিনি পুনর্জন্মচক্র থেকে মুক্তি পান। আর যে ব্যক্তি তাঁর নাম উচ্চারণ করে রথযাত্রায় অংশগ্রহণ করেন, তাঁর মনোবাঞ্ছা পূরণ হয়। সামনেই উল্টোরথ বা পুনর্যাত্রা। আগামী ১৬ জুলাই, ১ শ্রাবণ, মঙ্গলবার। তার আগেই, রবিবার সেই বিরল ঘটনা ঘটতে চলেছে।
1/7
রবিবারই দ্বারোদ্ঘাটন
2/7
চাবি-হীন
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৮ সালে জগন্নাথমন্দিরের রত্নভাণ্ডার খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। হাইকোর্ট নিযুক্ত কমিটি ও এএসআই-র স্থাপত্যবিদরা মন্দিরের ওই কুঠুরিতে ঢুকেছিলেন। কিন্তু চাবি না থাকায়, দরজা খোলা যায়নি। দরজার গোড়া থেকেই ফিরে আসেন তাঁরা। ফলে, রত্নভাণ্ডারের ভিতরে কী রয়েছে, সে-রহস্য উদঘাটন সম্ভব হয়নি।
photos
TRENDING NOW
3/7
জগন্নাথদেবের সম্পত্তি
4/7
স্বয়ং নাগরাজ
5/7
অফুরন্ত রত্ন
6/7
হিরে-নীলা-মুক্তো
7/7
অপেক্ষার শেষ
photos