Sealdaha | Train Service: সিগন্যাল বিভ্রাট থেকে অবরোধ, শিয়ালদহ ডিভিশনে আজও চূড়ান্ত ট্রেন দুর্ভোগ...

Train Service disrupted: সিগন্যালিংয়ের নিত্য সমস্যা। রোজ হয়রানির শিকার যাত্রীরা। সমস্যা দ্রুত নিরাময়ের আশ্বাস রেলের।

| Aug 01, 2024, 11:57 AM IST
1/5

শিয়ালদহ ডিভিশনে ট্রেন দুর্ভোগ!

Sealdaha Train Service disrupted

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃষ্টি বিঘ্নিত বৃহস্পতিবারে একদিকে সিগন্যাল বিভ্রাট, অন্যদিকে রেল অবরোধ, শিয়ালদহ ডিভিশনের উত্তর থেকে দক্ষিণ, আজও ট্রেন দুর্ভোগে হয়রানির শিকার যাত্রীরা।  

2/5

শিয়ালদহ ডিভিশনে ট্রেন দুর্ভোগ!

Sealdaha Train Service disrupted

সিগন্যালিংয়ের সমস্যার জেরে এদিন বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। বনগাঁ স্টেশন থেকে সকাল সাড়ে ৭টার পর আর কোনও ট্রেন শিয়ালদহের উদ্দেশে রওনা দিতে পারে না।   

3/5

শিয়ালদহ ডিভিশনে ট্রেন দুর্ভোগ!

Sealdaha Train Service disrupted

প্রায় ঘণ্টা ২-৩ ঘণ্টা পরিষেবা ব্যাহত থাকার পর শেষে বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু খুব ধীর গতিতে চলছে ট্রেন।  

4/5

শিয়ালদহ ডিভিশনে ট্রেন দুর্ভোগ!

Sealdaha Train Service disrupted

ওদিকে কালকে ৫ ঘণ্টা অবরোধের পর, আজ আবার সকাল থেকে ডায়মন্ড হারবারে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। ১০টা থেকে শুরু হয় অবরোধ।   

5/5

শিয়ালদহ ডিভিশনে ট্রেন দুর্ভোগ!

Sealdaha Train Service disrupted

এক ঘণ্টা ধরে চলে এই অবরোধ। যদিও রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, বিনা কারণে এই অবরোধ।