ঐতিহ্য ছাড়তে নারাজ, সরকারি নীল-সাদা পোশাক ফেরাল পড়ুয়ারা
Nov 11, 2022, 16:28 PM IST
1/5
প্রদ্যুৎ দাস: ফের পোশাক বিতর্ক। এবার জলপাইগুড়ি জেলার দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে। নীল-সাদা পোশাকে আপত্তি। তাই পোশাক ফিরিয়ে দিল পড়ুয়ারা।
2/5
শুক্রবার বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রদের নীল-সাদা পোশাক দিতে গেলে, তা ফিরিয়ে দেয় পড়ুয়ারা। তাদের স্পষ্ট বক্তব্য, স্কুলের চিরন্তন পোশাক ছেড়ে নতুন নীল-সাদা পোশাক তারা কোনওরকমেই গ্রহণ করবেন না।
photos
TRENDING NOW
3/5
প্রসঙ্গত, এর আগেও দু-দুবার পড়ুয়াদের মধ্যে নীল-সাদা পোশাক বিতরণ করতে উদ্যোগী হয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু পড়ুয়া থেকে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয়।
4/5
যদিও এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কোনওরূপ মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
5/5
উল্লেখ্য, জেলা জুড়ে বিভিন্ন স্কুলেই পোশাক বিতর্ক চলছে। নীল-সাদা পোশাকে আপত্তি সকল পড়ুয়ারাই।