India Richest Jeweller: ইনিই দেশের সবচেয়ে ধনী জুয়েলার, জানুন এই স্কুল ড্রপআউটের সম্পদের পরিমাণ

Oct 15, 2023, 14:40 PM IST
1/6

এবার ফোর্বসের তালিকায় নজর কেড়েছেন জয় আলুক্কাস। তিনিই ভারতের ৫০তম ধনী। আদানিকে পেছনে ফেলে উপরে উঠে এসেছেন মুকেশ আম্বানি।

2/6

কে এই জয় আলুক্কাস? দেশের নামী জুয়েলারি ব্র্যান্ড জয়আল্লুকাস-এর মালিক জয় আলুক্কাস। দেশে রয়েছে তাঁর একশোটি আউটলেট। বিদেশে ৬০টি। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৩৬,৭০০ কোটি টাকা।

3/6

১৯৫৬ সালে জয়ের বাবা ভার্গিস আলুক্কাস একটি সোনার দোকান খোলেন কেরালার ত্রিচুরে। আর ২০০৭ সালে স্কুল ড্পআউট জয় আলুক্কাস চেন্নাইয়ে খুলে ফেলেছেন দুনিয়ার সবচেয়ে বড় সোনা ও হিসের শো রুম ডায়মন্ড কেভ।  

4/6

জয়ের সোনা, হিরের ব্যবসা সামলান তাঁর স্ত্রী ও ছেলে। স্ত্রী জলি জয়। তিনিই জয়আলুক্কাস ফাউন্ডেশনের এমডি। অন্যদিকে ছেলে জন পল সামলান তাঁর গ্লোবাল জুয়োলারি ব্যবসা।  

5/6

স্কুলের পড়াশোনা শেষ করতে পারেননি জয় আলুক্কাস। ১৯৮৭ সালে তাঁর সোনার গহনার শো রুম খোলেন আবু ধাবিতে। তাঁর কোম্পানিতে বর্তমানে কাজ করেন ৯ হাজার মানুষ।

6/6

কোম্পানির নিজের ঘোষণা অনুয়ায়ী ২০২৩ সালে তাদের ব্যবসা হয়েছে ১৪,৫১৩ কোটি টাকা। তার থেকে কোম্পানি লাভ করেছে ৮৯৯ কোটি টাকা।