একমাসের মধ্যেপর পর দু-বার সুদের হার কমাল SBI

| Mar 11, 2020, 21:12 PM IST
1/5

SBI

SBI

১০ ফেব্রুয়ারি এসবিআই তাদের ছোটো এবং বড়ো স্কিমে সুদের হার কমিয়ে দেওয়ার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের কমলো সুদের হার।

2/5

SBI

SBI

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ মার্চ থেকে পরিবর্তিত সুদের হার কার্যকর হবে। চলুন দেখে নেওয়া যাক সুদের হারে কী কী পরিবর্তন করা হয়েছে...

3/5

SBI

SBI

৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত যে আমানতগুলি হবে তার সুদের হার ছিল ৪.৫ শতাংশ যা কমিয়ে দিয়ে ৪ শতাংশ করা হয়েছে।

4/5

SBI

SBI

২ বছর ১দিন থেকে বছর ৫ বছর পর্যন্ত আমানতের সুদের হার ছিল ৬ শতাংশ যা কমিয়ে দিয়ে ৫.৯ শতাংশ করা হয়েছে।

5/5

SBI

SBI

৫ থেকে ১০ বছর পর্যন্ত আমানতগুলির হার কমিয়ে ৬ শতাংশ থেকে ৫.৯ শতাংশ করে দেওয়া হয়েছে।